অঙ্কুশের পর এবার মিমিকে সমন পাঠালো ইডি, বাদ গেলেন না বলিউডের এক নামজাদা অভিনেত্রীও

Published on:

ED Summoned Mimi Chakraborty and Urvashi Rautela regarding betting app case

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অঙ্কুশ হাজরার পর এবার তাঁরই বন্ধু অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Summoned Mimi Chakraborty)। জানা যাচ্ছে, অবৈধ বেটিং অ্যাপের সাথে যুক্ত থাকার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারের মধ্যে বঙ্গ তারকাকে হাজিরা দিতেই হবে। তবে মিমি একা নন, বাঙালি অভিনেত্রীর পাশাপাশি ইডির ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলাও। তাঁকে হাজিরা দিতে হবে মঙ্গলবার।

বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে যুক্ত একাধিক ভারতীয় তারকা

বেটিং অ্যাপ কেলেঙ্কারিকে সামনে রেখে বিগত দিনগুলিতে দেশের বহু নামজাদা তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান, প্রাক্তন তারকা সুরেশ রায়না থেকে শুরু করে একাধিক নামজাদা সেলিব্রেটিকে দিল্লির অফিসে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই তালিকায় নাম জুড়ল বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তীরও।

ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় একমাস আগে 29 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছিল ইডি। সেই তালিকা থেকে বাদ পড়েননি দক্ষিণী স্টার রানা ডগ্গুবতী, কপিল শর্মা থেকে শুরু করে বিজয় দেবরকোন্ডার মতো তারকারা। বলা বাহুল্য, বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় অভিনেতা অঙ্কুশ ও মিমির আগে কোনও টলিউড তারকার নাম এই ঘটনার সাথে জড়ায়নি।

অবশ্যই পড়ুন: হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল অসম, কম্পন অনুভব করলেন উত্তরবঙ্গ সহ কলকাতার পথ চলতি মানুষও

প্রসঙ্গত, বেআইনি বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে যুক্ত তারকাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অভিযোগ, তাঁরা বিভিন্ন অবৈধ ব্যাটিং অ্যাপের হয়ে প্রচার চালিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। অন্যদিকে সাধারণ মানুষ সেই প্রচারের ফাঁদে পা দিয়েছে। সেই সূত্রেই ওই বেআইনি বেটিং প্ল্যাটফর্মগুলি গাদাগুচ্ছের টাকা পকেটে পুরেছে।

সঙ্গে থাকুন ➥