শ্বেতা মিত্র, কলকাতাঃ প্রয়াত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী। হ্যাঁ ঠিকই শুনেছেন। অনেকেই হয়তো জানেন না যে যোগিতা বালিকে বিয়ে করার আগে তিনি এক বিদেশিনীকে বিয়ে করেছিলেন। তাঁর নাম হেলেনা লিউক। আর এই হেলেনা লিউকই প্রয়াত হয়েছেন বলে খবর। বিখ্যাত নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এই তথ্য শেয়ার করেছেন।
প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী
জানা গিয়েছে, ডিস্কো ডান্সার খ্যাত মিঠুন ও হেলেনার বিয়ে টিকেছিল মাত্র চার মাস। সেইসময়ে এই বিয়ে নিয়ে নিয়ে কম কানাঘুষো হয়নি। দুজনের বিচ্ছেদ নিয়েও নানা রকম কথা শোনা গিয়েছি। যাইহোক, অমিতাভ বচ্চনের ‘মর্দ’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন হেলেনা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা হেলেনা ডেল্টা এয়ার লাইন্সেও কাজ করেছেন। গতকাল অবধি একটি পোস্টে তিনি তার অসুস্থতার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না, প্রয়াত হলেন হেলেনা।
এদিকে হেলেনা লিয়ুকের মৃত্যুর পর তার শেষ ফেসবুক পোস্টটি ভাইরাল হচ্ছে। গতকাল সকাল ৯টা ২০ মিনিটে হেলেনা লেখেন, ‘অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ এবং কেন কোন ক্লু নেই। আনঅ্যাফিলিয়েটেড।’ এদিকে এহেন ঘটনায় তার ভক্তরা পোস্টে কমেন্ট করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।
কে ছিলেন হেলেনা লিউক?
এখন নিশ্চয়ই ভাবছেন যে কে ছিলেন এই হেলেনা লিউক? তাহলে জানিয়ে রাখি, হেলেনা ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী এবং মডেল। তিনি ১৯৫৮ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। হেলেনা থাকতেন যুক্তরাষ্ট্রে। ‘দো গুলাব’ (১৯৮৩), ‘আও পেয়ার করে’ (১৯৮৩), ‘ভাই আখির’ ভাই হোতা হ্যায় (১৯৮২)-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছিলেন হেলেনা।
বলা হয়, ৭০-র দশকে অভিনেত্রী সারিকার সঙ্গে বিচ্ছেদের পর হেলেনার সঙ্গে নাকি প্রেম করতে শুরু করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বলা হয় যে দুজনেই একে অপরকে দেখে মন দিয়ে বসেন। ১৯৭৯ সালে দুজনের বিয়ে হলেও তাদের বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপরই দু’জনে আলাদা হয়ে যান। সিনেমা জগতের বিখ্যাত মডেল ও অভিনেত্রী হেলেনা এয়ারলাইন্সেও কাজ করেছেন। ডেল্টা এয়ার লাইন্সেও কাজ করেছেন এই অভিনেত্রী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |