গুলিবিদ্ধ গোবিন্দা, ভর্তি হাসপাতালে! তুলকালাম কাণ্ড বলিউডে

Published on:

govinda

শ্বেতা মিত্রঃ বলিউড থেকে এবার এক চাঞ্চল্যকর ঘটনার খবর প্রকাশ্যে উঠে এল। জানা গিয়েছে আচমকা গুলিবিদ্ধ হলেন ৯০-এর দশকের বিখ্যাত অভিনেতা গোবিন্দা (Govinda)। হ্যাঁ ঠিকই শুনেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও এহেন ঘটনাকে কেন্দ্র করে বলিউড তথা দেশজুড়ে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।

গুলিবিদ্ধ গোবিন্দা

এমনিতে অক্টোবর মাস পড়ে গিয়েছে। আর অক্টোবর মাস মানেই হল উৎসবের সময় শুরু হয়ে যাওয়া। যদিও এহেন অবস্থায় গবিন্দার গুলিবিদ্ধ হওয়ার খবরে বলিউড জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে অভিনেতার অনুরাগীদের মধ্যেও। জানা গিয়েছে, নিজের বন্দুকের গুলিতে জখম হয়েছেন গোবিন্দা। গুলি তাঁর হাঁটুতে লেগেছে। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভর্তি হাসপাতালে

সূত্রের খবর, নিজের গুলিতেই জখম হয়েছেন গোবিন্দা। মিস ফায়ার হয়েছে বলে খবর। গুলির আঘাতের জেরে রক্তক্ষরণ হয়েছে তাঁর। এদিকে এই ঘটনার পরপরই পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৬০ বছর বয়সী অভিনেতার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর ভোর পৌনে ৪টার দিকে। সূত্রের খবর, গুলি গোবিন্দার পায়ে লেগেছে। তাকে চিকিৎসার জন্য ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শিবসেনা নেতা ও ৬০ বছর বয়সী এই অভিনেতা ঘটনার সময় জুহুর বাড়িতে একাই ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি কোনও অভিযোগ দায়ের করেননি। ঘটনার পরেই দ্রুত তার বাড়ির নিকটবর্তী ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অভিনেতার সহকারী জানান, “কলকাতায় শো করার জন্য আমাদের ভোর ছয়টার ফ্লাইট ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছেছিলাম। গোবিন্দাজি যখন নিজের বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিচ্ছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥