শ্বেতা মিত্র, কলকাতা: খান পরিবারে এবার বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। নিজের বাড়িতেই ছুরিকাঘাত করা হল বলিউড অভিনেতা সইফ আলি খানকে (Saif Ali Khan)। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর বান্দ্রার বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর। ইতিমধ্যেই তদন্ত অবধি শুরু করে দিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বলিউড তথা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, একজন সেলেবের ওপর যদি এভাবে অতর্কিত হামলা হতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
কোপানো হল সইফ আলি খানকে
মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার রাতে বলিউড অভিনেতার বান্দ্রার বাড়িতে কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। সম্ভবত চুরির উদ্দেশ্যেই। এরপর সইফ আলি খান ও তার হাউস হেলপারদের সঙ্গে দুষ্কৃতীদের কথা কাটাকাটি হয় এবং তাঁরা অভিনেতার ওপর হামলা চালান। সূত্রের খবর, টানা ৬ বার কোপ মারা হয় অভিনেতাকে।
স্বাভাবিকভাবেই অভিনেতার ওপর ছুরি হামলার খবর তার ভক্তদের অবাক করেছে। সইফ আলি খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। এই হামলায় কারিনা কাপুর ও তার দুই সন্তানের কিছুই হয়নি। তারা নিরাপদে আছেন। তাৎপর্যপূর্ণভাবে, কিছু চোর চুরির উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করেছিল। অভিনেতা বিষয়টি জানতে পেরে তাঁদের আটকানোর চেষ্টা করলে অভিনেতার ওপর হামলা চালায় চোরেরা।
রাত আড়াইটার ঘটনা
রাত আড়াইটে নাগাদ সইফ আলি খানের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বান্দ্রার ডিসিপি বলেন, ‘এটা সত্যি, রাত আড়াইটে নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকে। সেই সময় সইফ আলি খানের উপর ছুরি নিয়ে হামলা চালায় চোর। পরে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে এসব আঘাত ততটা গুরুতর নয়।’
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই বড় পদক্ষেপ, চাপে পড়বে রাজ্য সরকার
ধস্তাধস্তিতে তারা ছুরিকাহত হয়েছেন নাকি আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বান্দ্রার সতগুরু শরণ বিল্ডিংয়ে সইফ আলি খানের একটি বিলাসবহুল ৩ বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে একটি বারান্দা এবং সুইমিং পুল রয়েছে। এই বাড়িতে সইফ-কারিনা কাপুর খান এবং দুই সন্তান তৈমুর ও জেহ থাকেন।
An unknown person entered Actor Saif Ali Khan’s residence and argued with his maid, late last night. When the actor tried to intervene and pacify the man, he attacked Saif Ali Khan and injured him. Police are investigating the matter: Mumbai Police
(file photo) pic.twitter.com/pHgByuxqB9
— ANI (@ANI) January 16, 2025