‘দাউদ বম্ব ব্লাস্ট, দেশ বিরোধী কাজ করেনি ও জঙ্গি নয়!’ মমতা কুলকার্নি

Published:

mamta kulkarni dawood ibrahim
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে (Dawood Ibrahim) নিয়ে বড় মন্তব্য করলেন সাধ্বী মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। একটা সময়ে বলিউডের ‘টক অব দ্য টাউন’ ছিল অভিনেত্রী মমতা কুলকার্নি। দাউদ ইব্রাহিমের সাথে সম্পর্কের গুঞ্জনও ছড়ায়। এক সময়ে দুজনকে বহু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও প্রণয় সম্পর্ক নিয়েই দু পক্ষ কোনওদিনই মুখ খোলেননি। তবে এবার বলিউডের প্রাক্তন অভিনেত্রী এবং সাধ্বী মমতা কুলকার্নি যা জানালেন, সেটা শুনে আপনিও চমকে যেতে পারেন। তিনি জানিয়েছেন, কোনও ব্লাস্ট করেননি দাউদ ইব্রাহিম। এর পাশাপাশি তিনি আরও অনেক কিছু বলেন।

দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মমতা কুলকার্নি

মমতা কুলকার্নি, ওরফে যমাই মমতা নন্দ গিরি, দাউদ ইব্রাহিম সম্পর্কে তার বিবৃতির জন্য সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তিনি দাবি করেছেন যে ‘দাউদ ইব্রাহিম কোনও জঙ্গি নন বা কোনও বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন।’ এই প্রসঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়াহুড। তবে এখন মমতা তার বক্তব্য বদল করেছেন। মমতা কুলকার্নি বলেছেন যে তিনি দাউদ ইব্রাহিম নয়, ভিকি গোস্বামী সম্পর্কে বিবৃতি দিয়েছেন। কিছু সংবাদমাধ্যম তার বক্তব্য ভুলভাবে তুলে ধরেছে।

কী জানালেন অভিনেত্রী?

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা কুলকার্নি বলেন যে, দেশবিরোধী বা জঙ্গি না হওয়া এবং কোনও বোমা বিস্ফোরণে জড়িত না থাকার বিষয়ে তাঁর মন্তব্য দাউদ ইব্রাহিমের দিকে নয়, বরং ভিকি গোস্বামীর দিকে ছিল। একজন সাংবাদিক দাউদ ইব্রাহিমের সাথে তাঁর সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি কখনও দাউদের সঙ্গে দেখা করেননি। যার সাথে তাঁর সম্পর্ক ছিল তিনি দেশবিরোধী ছিলেন না। তিনি কোনও বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেননি। তিনি জঙ্গি ছিলেন না।

মমতা কুলকার্নির মতে, ‘প্রশ্নটি ভিকি গোস্বামী সম্পর্কে ছিল, এবং সেই নিয়ে জবাব দিচ্ছিলাম। কিন্তু কিছু লোক, সম্পূর্ণ ঘটনা না বুঝেই, আমার বক্তব্যকে দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত করে মিথ্যে প্রচার করছে, যেখানে আমি বলেছিলাম যে আমি কখনও দাউদ ইব্রাহিমের সাথে দেখা করিনি বা যোগাযোগ করিনি। ভিকির সঙ্গে দাউদের কোনও তুলনা হতে পারে না। আমি ভিকি গোস্বামী সম্পর্কে এই কথা বলেছিলাম। ভিকি গোস্বামী জঙ্গিও নয়, দেশবিরোধীও নয়, এবং সে কোনও বিস্ফোরণের পরিকল্পনাও করেনি।’

উল্লেখ্য, মমতা কুলকার্নির বিয়ে হয়েছিল কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড চোরাচালানকারী ভিকি গোস্বামীর সঙ্গে। তবে, ভিকিকে মাদক মামলায় গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, যার জেরে এক বছর পর মমতা কুলকার্নি ভারতে ফিরে আসেন। তবে, মমতা কখনও তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join