শ্বেতা মিত্র, কলকাতাঃ গীতা এলএলবি…বর্তমান সময়ের এক জনপ্রিয় মেগা। মাসের পর মাস ধরে স্টার জলসা চ্যানেলে এই মেগাটি সম্প্রচারিত হচ্ছে। এদিকে এই সিরিয়াল তথা অভিনেতা-অভিনেত্রীদের ফ্যান ফলোয়িং নেহাত কম নয় কিন্তু। বরং যত সময় এগোচ্ছে ফ্যানেদের সংখ্যার পাশাপাশি প্রতি সপ্তাহে টিআরপি (Target Rating Point) তালিকাতেও কাঁপাচ্ছে ব্লুজ প্রোডাকশন হাউসের এই মেগাটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এর রহস্যটা ঠিক কী? আপনিও কি একই জিনিস জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
TRP কাঁপাচ্ছে Geeta LL.B
সপ্তাহখানেক আগে এই সিরিয়াল TRP তালিকায় ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছিল। একপ্রকার বছরের শুরুতেই সকলকে চমকে দিয়েছে গীতা-স্বস্তিকের গীতা এলএলবি। এই সাফল্যের রহস্য কী? কিংবা রেটিংস নিয়ে কলাকুশলীরাই বা কতটা খুশি? এই নিয়ে এবার মুখ খুললেন পর্দার গীতা ও স্বস্তিক। টালিগঞ্জের ‘দাসানি ২’ স্টুডিয়োয় প্রতিদিন এই সিরিয়ালের শ্যুটিং চলে। এবারেও সেটার ব্যতিক্রম ঘটেনি। সেখানে ছিলেন গীতা ওরফে হিয়া মুখোপাধ্যায়। তিনি জানালেন, ‘আমাদের হাতে তো সবটা নেই। গল্পটাই আসল। সেটাই দর্শককে আরও আকৃষ্ট করে। খুব ভাল লাগছে।’
এদিকে গীতার সুরে সুর মিলিয়ে কিন্তু একই কথা বললেন স্বস্তিক অর্থাৎ কুণাল শীল। অভিনেতার কথা অনুযায়ী, ‘আমাদের হৃৎস্পন্দনের মতোই টিআরপির ওঠাপড়া চলতে থাকে। তবে ভাল TRP, সব সময় আরও ভাল কাজের খিদে বাড়িয়ে দেয়।’
সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে
এই সিরিয়াল যে সকলের কাছে হিয়া ও কুণালের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে তা জানাতে ভোলেন না দুজনেই। কুণাল জানাচ্ছেন, ‘সকালে আমি লেকের দিকে হাঁটতে যাই। বহু মানুষ এসে কথা বলেন। তাঁদের কাছে আমি শুধুই ‘স্বস্তিকবাবু’। খুব ভাল লাগে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’
ধারাবাহিকের কোনও পর্ব ভাল হয়েছে কি না, সেটা হিয়া এবং কুণাল বুঝতে পারেন সমাজমাধ্যম থেকেও। অভিনেত্রী জানিয়েছেন, ‘কোনও দৃশ্য ভাল হলে তখন দেখি সেটা নিয়ে সমাজমাধ্যমে লেখা হয়। আলাদা রিল তৈরি হয়। বুঝতে পারি, আমরা ঠিক পথেই এগোচ্ছি।’