নাকে অক্সিজেনের নল, গলায় লেগে চাপ চাপ রক্ত! দুর্ঘটনা শিকার ‘জগদ্ধাত্রী’র অঙ্কিতা?

Published on:

jagadhatri

প্রীতি পোদ্দার, কলকাতা: ইদানীং মাত্র কয়েক মাসেই টিআরপি-র অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াল। যার ফলে কোনও গল্পের মেয়াদ হচ্ছে তিন মাস তো কোনও গল্পের মেয়াদ মাত্র আট মাস। কিন্তু এই আবহেই জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর বয়স হতে চলল প্রায় এক বছর। এখনও দর্শক তাঁদের গল্পে মজে আছেন। নতুন গল্প কোন দিকে মোড় নেবে তা নিয়েও আগ্রহ বিন্দুমাত্র কমেনি। কিন্তু সম্প্রতি জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতার হাসপাতাল থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় দর্শকদের মাথায় পড়ল হাত

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের পোশাকে অসুস্থ অবস্থায় রয়েছেন। নাকে লাগানো রয়েছে অক্সিজেনের নল, গলার কাছে চাপ চাপ রক্ত এবং চোখে মুখে যেন অসুস্থতা এবং ক্লান্তির ছাপ। যা দেখে ফ্যানেদের মনে প্রশ্ন জাগছে অঙ্কিতার কি কোনো বড় বিপদ ঘটল কিনা। না না, একদমই ভয় পাওয়ার মত কিছু হয়নি। আসলে যা ঘটেছে তা পুরোটাই অভিনয় এর জন্য। ধারাবাহিকে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা এইমুহুর্তে এমন একটি ক্যারেক্টার বা চরিত্র এর ভূমিকা পালন করছেন যেখানে তাঁকে অসুস্থ হওয়ার পার্ট করতে হচ্ছে। আর সেটারই শ্যুটিংয়ের ক্লিপ এদিন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

কিছুদিন আগে ধারাবাহিকে দেখানো হয়েছিল যে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল মারা গিয়েছে। কিন্তু সেটা আদতেও নয়। সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু তাঁর এই ফিরে আসার খবর এখনও সঠিকভাবে কেউ যাবে না। আর সেই পর্বের ঝলক হিসেবেই এটা পোস্ট করেন অঙ্কিতা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আপনারা কি আজকের পর্বটা দেখেছেন? আপনারা এনজয় করেছেন তো? আপনারা কি কেঁদেছেন? কারণ আমি শ্যুটিং করার সময় এই সবই অনুভব করেছি। অভিনেতা হিসেবে কী দুর্দান্ত একটা অভিজ্ঞতা! আমি দাদা এবং ব্লুজ প্রোডাকশন হাউজের কাছে কৃতজ্ঞ।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নেটাগরিকদের প্রতিক্রিয়া

তবে অনেকেই তাঁর এই লুক দেখে খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন। অনেকেই ভেবেছিল অঙ্কিতার সত্যিই সত্যিই কোনো দুর্ঘটনা ঘটেছে। তাই তাঁর এই পোস্টে অনেকেই নানা মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসো। ভগবান তোমার মঙ্গল করুক। আরেকজন লিখেছেন, ‘আপনি একজন দুর্দান্ত অভিনেত্রী। যেভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন তাতে আপনার আন্তর্জাতিক স্তরে পুরস্কার পাওয়া উচিত।’ আবার আরেক ব্যক্তি লেখেন, ‘খুব ভালো অভিনয় করছেন অঙ্কিতা। এইভাবেই এগিয়ে যাও’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group