সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডের সুপারহিরো ভক্তদের জন্য খুশির জোয়ার বইবে এবার। হৃত্বিক রোশন (Hrithik Roshan) আবারও ফিরছেন বহু প্রতিক্ষিত ছবি ‘কৃষ ৪’ (Krrish 4) নিয়ে। আর এই ছবিটি শুধুমাত্র অভিনয় নয়, বরং পরিচালনাতেও তার অভিষেক ঘটাবে। হ্যাঁ, এই পর্বে থাকছে এক টাইম ট্রাভেল থিম, ভিজুয়াল ইফেক্ট, ভরপুর অ্যাকশন এবং আবেগে ভরপুর পারিবারিক গল্প।
বেশ কিছু সূত্র দাবি করছে, হৃত্বিক রোশন এই ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষ এবং এক শক্তিশালী ভিলেনের চরিত্র। আর এমন একটি কনসেপ্ট বলিউডে খুব কমই দেখা গেছে, যা দর্শকদের মনে নয়া অভিজ্ঞতা সৃষ্টি করতে চলেছে।
টাইম ট্রাভেলের যাত্রা
‘কৃষ ৪’ এর গল্প এবার সময়ের সীমারেখাকে হার মানাবে। ছবির মূল থিম টাইম ট্রাভেল। যেখানে কৃষ অতীত এবং ভবিষ্যতের মধ্যে ঘুরে বেড়াবে। তাও এক মহা বিপদের মোকাবিলায়। আন্তর্জাতিক সিনেমা যেমন ‘ইনফিনিটি ওয়ার’ এবং এন্ডগেমের মত চিত্রনাট্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়, ঠিক সেভাবেই তৈরি করা হচ্ছে ‘কৃষ ৪’। তবে বলিউডের নিজস্ব আবেগ এবং পারিবারিক বন্ধনের জের ছবিটিকে আলাদা মাত্রা যোগ করবে।
ফিরে আসছেন প্রীতিরা
এই ফ্র্যাঞ্চাইজির পুরনো ভক্তদের জন্য আরো একটি চমক। ছবিতে দেখা যেতে পারে প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা এবং বিবেক ওবেরয়কে, যারা আগের পর্বগুলিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। চরিত্রগুলির এই প্রত্যাবর্তন দর্শকদের মনে আবারো পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনবে। কেউ গুঞ্জন ছড়াচ্ছে যে, বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী নোরা ফাতেহিকেও এই ছবিতে দেখা যেতে পারে।
বড় বাজেটে নতুন প্রযোজনা সংস্থার হাত ধরে পথ চলা
‘কৃষ ৪’ ছবিটি বেশ কিছু স্ক্রিপ্ট পরিবর্তনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পাচ্ছে। অবশেষে হৃত্বিক রোশন এবং YRF Studios এর যৌথ উদ্যোগে এই বড় প্রোজেক্টটি প্রোডাকশন হাউসে যাচ্ছে বলেই খবর। উচ্চ মানের VFX এবং প্রোডাকশন ভ্যালুর পাশাপাশি ছবিটির গল্পের আবেগ এবং থিম মনোমুগ্ধ করবে দর্শকদের।
‘ওয়ার ২’ শেষ হলেই শুরু হবে ‘কৃষ ৪’ এর শুটিং
বর্তমানে হৃত্বিক ব্যস্ত রয়েছেন ওয়ার ২ এর শুটিং নিয়ে। আর সেখানে তার সঙ্গে থাকছেন RRR’র তারকা জুনিয়র এনটিআর। বেশ কিছু সূত্র বলছে, ছবিটি ভারতের স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট মুক্তি পাবে। আর এই কাজ শেষ করেই তিনি পা বাড়াবেন ‘কৃষ ৪’ এর শুটিংয়ে, এমনটাই খবর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |