প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর প্রত্যাঘাত স্বরূপ মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেয় ভারত (India Pakistan Tension)। এদিকে লস্কর-জইশ-হিজবুলের জঙ্গিদের আঁতুরঘর ধ্বংস হওয়া মন থেকে একদমই মেনে নিতে পারেনি পাকিস্তান। যার দরুন ভারত এবং পাক সীমান্তে গোলাগুলির পরিমাণ বাড়ে। এমনকি দেশে ড্রোন হামলারও ছকও কষে পাক সেনা। তবে সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ভারতীয় সেনা।
বাতিল হল পাকিস্তানি কন্টেন্ট
সময় যত এগোচ্ছে ভারত ও পাকের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। যুদ্ধের ডঙ্কা যেন বেজে উঠেছে চারিদিকে। প্রতিবাদে গর্জে উঠছে গোটা ভারত। ভারতীয় সেনার একের পর এক উদ্যোগ রীতিমত শিহরিত করে তুলেছে সকলকে। আর এই আবহে এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। এর আগে বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার আরও একটি বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ব্যানড করে দেওয়া হল পাকিস্তানি গান-ওয়েব সিরিজ সহ একাধিক কন্টেন্ট।
কেন্দ্রের নির্দেশিকা
সূত্রের খবর, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে, পাকিস্তানি মিডিয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমস্ত ওটিটি এবং মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য নির্দেশিকা জারি করেছে। এবং সেখানে বলা হয়েছে যে, কোনও পাকিস্তানি ওয়েব সিরিজ, ছবি, গান, পডকাস্ট বা যে কোনও স্ট্রিমিং মিডিয়া কন্টেন্ট ভারতে অবিলম্বে নিষিদ্ধ করা উচিত। যদি কেউ সাবস্ক্রিপশনের নিয়ে থাকে, তাহলে অবিলম্বে বারুল করার উপদেশও দেওয়া হয়েছে। অর্থাৎ কোনও ভারতীয় এখন থেকে পাকিস্তান সম্পর্কিত কন্টেন্ট দেখতে পারবে না। সম্পূর্ণ বয়কট করা হল।
এর আগে পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায়, ২৬ জনের মৃত্যুর পরে পাকিস্তানের সমস্ত গায়ক এবং অভিনেতাদের ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনও পাকিস্তানি অভিনেতার পোস্ট ভারতে দেখা যাচ্ছিল না। যদিও,পাকিস্তানি তারকারা এবিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি কেন্দ্রের তরফে পাকিস্তানি অভিনেতাদের ভারতে কাজ করার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ দেশের ঊর্ধ্বে কিচ্ছু নয়! ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL
ক্ষুব্ধ পাক তারকা
এদিকে ‘অপারেশন সিঁদুর’ সফল হওয়ার পর, বহু ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় হিন্দ’ স্লোগান দেওয়া শুরু করেন। কিন্তু ভারতের অভিযানকে ভালো চোখে দেখেনি পাকিস্তানি তারকা। তাঁদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। মাহিরা খান থেকে শুরু করে ফাওয়াদ খানের মতো অভিনেতা, এবং গায়ক জিশান আলী, সকলেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তুলেছেন এবং ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু এরপরেও তাঁদের বিরাট ট্রোলড হতে হয়।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।