‘গল্প ফুরিয়ে এসেছে’, তেঁতো সত্যিটা জানালেন TRP টপার নিম ফুলের মধুর রুবেল, বন্ধ হচ্ছে সিরিয়াল?

Published on:

neem phooler madhu

শ্বেতা মিত্র, কলকাতাঃ নিম ফুলের মধু থেকে শুরু করে জগদ্ধাত্রী সিরিয়াল নিয়ে জল্পনা যেন শেষ হতেই চাইছে না। বিগত বেশ কিছু সময় ধরে জি বাংলার গর্ব বাড়িয়ে চলেছে এই দুটি সিরিয়াল। বরাবরই TRP-র শীর্ষে থাকা এই দুটি সিরিয়ালকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশাও বেশি। যদিও সাম্প্রতিক সময় টিআরপি রেটে জগদ্ধাত্রী বেশ খানিকটা নিচে চলে গিয়েছে। তবে নিম ফুলের মধু এখনো নিজের দাপটের সঙ্গে টিআরপি টপে এগিয়ে রয়েছে। সম্প্রতি এই সিরিয়ালটি ৭০০ পর্ব অতিক্রম করেছে। তবে যদিও স্লটহারা হয়ে গিয়েছে এই জি বাংলার মেগাটি। আর যাকে ঘিরে শুরু হয়েছে যত রকম জল্পনা। তবে কি শেষ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু? এই বিষয়ে জি বাংলা চ্যানেলের কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি তবে নিম ফুলের মধুর নায়ক শ্রীজন তথা রুবেল দাস এই সিরিয়াল নিয়ে এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যার পরে সকলেই সিঁদুরে মেঘ দেখছেন। আপনিও কি জানতে ইচ্ছুক যে রুবেল দাস কি এমন বলেছেন তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শেষ হচ্ছে নিম ফুলের মধু?

জি বাংলার বেশ কিছু সিরিয়াল রয়েছে যেটি সাম্প্রতিককালে স্লট বদল হয়েছে। যার মধ্যে অন্যতম হলো নিম ফুলের মধু। বেঙ্গল টপার-এর তকমা ধরে রাখা এই সিরিয়ালটির হঠাৎ করে সময় বদলকে মোটেও ভালো চোখে দেখছেন না কেউ। এরই মাঝে এই মেগা নিয়ে রুবেল দাস যা জানালেন তা শুনে চোখ কপালে উঠেছে সবার।

এলে সাক্ষাৎকারে তিনি জানান, ‘কী বলব বলুন তো! এটা সম্পূর্ণরূপে চ্যানেলের সিদ্ধান্ত। অভিনেতা হিসাবে আমার সেখানে কিছু বলার নেই। তবে হ্যাঁ, স্লট চেঞ্জের ব্যাপারটা খুব সারপ্রাইজিং। নিম ফুলের গল্প কিন্তু ফুরিয়ে এসেছে। তাই মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু স্লট যে বদল হবে সেটা জানা ছিল না।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বললেন রুবেল দাস?

সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিচ্ছে পর্ণা-সৃজনের নিম ফুলের মধু। এই বিষয়ে অভিনেতা জানান, ‘সেটাই সবচেয়ে বড় পাওনা। গল্প ফুরিয়ে এসেছে, এখানকার অনেক শিল্পীকে অন্য সিরিয়ালে সরানো হয়েছে। এত বাধা-প্রতিকূলতার পরেও যে টিআরপিতে আমরা এক নম্বরে সেটা আলাদা ভালোলাগা।’

আসছে পরিণীতা

চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১১ই নভেম্বর থেকে রাত ৮ টার স্লটে আর দেখা যাবে না নিম ফুলের মধু। নিম ফুলের মধুর স্লটে অর্থাৎ রাত ৮ টায় সম্প্রচারিত পরিণীতা। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে তাহলে নিম ফুলের মধু সিরিয়ালটি কখন দেখা যাবে? তাহলে জানিয়ে রাখি, নিম ফুলের মধুকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সন্ধ্যা ৬ টার স্লট, অর্থাৎ পূবের ময়নার জায়গায়। তাহলে কি পূবের ময়না সিরিয়ালটি বন্ধ হয়ে যেতে চলেছে? উত্তর হলো না। এই মেগাটিকে ৫:৩০ টার স্লটে দেখানো হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group