পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে টেলিভিশনে যে সমস্ত সিরিয়াল সম্প্রচারিত হয় তার মধ্যে দর্শকদের প্রিয় একটি হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। আর পাঁচটা মেগা যেখানে ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যায় সেখানে ২ বছর পেরিয়ে আজও জগদ্ধাত্রী দেখার জন্য অপেক্ষায় থাকেন সকলে। গল্পে অঙ্কিতা মালিক থেকে সৌম্যদীপ মুখার্জীর পাশাপাশি ক্ষুদে শিল্পী হিসাবে নজর কেড়েছিল ‘কাঁকন’ অভিনেত্রী দেবাঙ্গনা ফৌজদার।
কাঁকন চরিত্রে দর্শকদের মন জয় ছোট্ট দেবাঙ্গনার
গল্পে মুখ ও বধির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবাঙ্গনাকে। অন্য ক্যারেক্টারের থেকে কাঁকনের চরিত্র কঠিন হলেও তাতে দিব্যি নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছে দেবাঙ্গনা। ফলে দর্শকদের সকলেই দেবাঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এবার আর তাকে দেখা যাবে না পর্দায়। ভাবছেন কেন? কারণ বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্প। তাই স্বাভাবিকভাবেই ছোট্ট কাঁকনও বড় হয়ে যাবে।
কয়েক বছর এগিয়ে গেল জগদ্ধাত্রী সিরিয়ালের গল্প
সম্প্রতি বড়সড় লিপ নিয়েছে জগদ্ধাত্রী সিরিয়াল। অনেকটাই বড় হয়ে গিয়েছে জগদ্ধাত্রীর মেয়ে দূর্গা। তাকে দেখতে হয়েছে হুবহু মায়ের মতনই। পুলিশ অফিসার না হলেও অন্যায়ের প্রতিবাদ করতে মোটেই পিছপা হয়না সে। সেই অর্থে দুর্গার মত কাঁকনও অনেকটাই বড় হয়ে গিয়েছে। দর্শকদের মতে নতুন কোনো অভিনেত্রী এন্ট্রি নেবেন এই চরিত্রের জন্য। তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি।
প্রসঙ্গত, এই মুহূর্তে জগদ্ধাত্রী ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনার পর্ব। অপারেশনের পর দুর্গার জন্ম দিলেও প্যারালাইসড হয়ে গিয়েছে জ্যাস। এরই মাঝে বাড়িতে জ্যাসের পাশ থেকেই কিডন্যাপ করে নেওয়া হয়েছে দুর্গাকে। কে বা কারা দুর্গাকে অপহরণ করল আর কিভাবে তাকে উদ্ধার করা হবে, সেটাই এখন দেখার অপেক্ষা।