TRP ধরতে মরিয়া, জগদ্ধাত্রীতে নায়িকা বদলের সম্ভাবনা! এন্ট্রি নিতে পারেন এই অভিনেত্রী

Published on:

jagaddhatri serial

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালিদের বিনোদনের ডেলি ডোজ মানেই বাংলা সিরিয়াল। তবে একঝাঁক ধারাবাহিক সম্প্রচারিত হলেও, গুটিকতক সকলের মন জয় করে টিকে থাকে বছরের পর বছর। এমনই একটি মেগা হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। আর পাঁচটা মেগার থেকে একেবারে আলাদা পরিবারের সমস্যা ও গোয়েন্দাগিরি নিয়ে জ্যাস সন্ন্যালের কাহিনীতে একেরপর এক চমক আসতেই থাকে। যার জেরে দেড় বছর পেরিয়ে গিয়েও টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যেই থাকে নাম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জগদ্ধাত্রী সিরিয়ালে আসন্ন নয়া চমক

বিগত বেশ কিছু পর্ব ধরে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূকে দেখা গেলেও একত্রে দেখা যাচ্ছে না। এর পিছনে তারকাদের মাঝে অফস্ক্রিন মনোমালিনীকেই দায়ী করেছেন নেটিজেনদের অনেকেই। টলিপাড়ায় গুঞ্জন অঙ্কিতা ও সৌম্যদীপের নাকি মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। এর জেরেই কাজ করলেও দুজনকে একসাথে স্ক্রিনে দেখা যাচ্ছে না। এরই মাঝেই শোনা যাচ্ছে লিপ নিতে চলেছে গল্প।

লিপ নিচ্ছে জগদ্ধাত্রীর গল্প!

অনেকের মতে, শীঘ্রই ধারাবাহিকের গল্প বেশ কয়েক বছর এগিয়ে দেওয়া হতে পারে। যেখানে দেখা যাবে জগদ্ধাত্রীর মেয়ে দূর্গা অনেকটা বড় হয়ে গিয়েছে। তবে মায়ের ইচ্ছা মত পুলিশ অফিসার হতে কিছুতে রাজি হয় সে। বরং নিজের জীবনটাকে নিজের মত করেই গুছিয়ে নিতে চায় সে। এমন পরিস্তিতিতে জগদ্ধাত্রী কিভাবে মেয়ে দুর্গাকে শেখাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? সেটা আগামী দিনেই বোঝা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নতুন প্রোমোতেই হবে রহস্যের উন্মোচন

টলিপাড়ার অন্দরের জল্পনা যে সত্যি হয় না তেমনটা নয়। তবে অনেক সময় দর্শকেরা যেটা আন্দাজ করেন তেমনটা হয় না। তাই আপাতত জগদ্ধাত্রীর নতুন প্রোমোর জন্য অপেক্ষায় রয়েছেন সকলে। প্রোমো এলেই বোঝা যাবে কোন দিকে এগোবে গল্প। তবে দূর্গাকে বড় করা হলে তার জায়গায় কোন অভিনেত্রী এন্ট্রি নিতে পারে এই নিয়ে ইতিমধ্যেই জোর কদমে চলছে আলোচনা। অনেকের মতেই ‘ভানুমতির খেল’ অভিনেত্রী শ্রেয়সী রায়কে দেখা যেতে পারে বড় দূর্গা হিসাবে। তবে বাস্তবে কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group