তিনদিনে ২০০ কোটি! বক্স অফিসে দাপট ‘কান্তারা চ্যাপ্টার 1’-র, রইল সিনেমার রিভিউ

Published:

Kantara: Chapter 1
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও বাংলার প্রেক্ষাগৃহগুলিতে দক্ষিণী সিনেমা খেল দেখাল। কলকাতার এক প্রিমিয়াম সিনেমা হলে গত রবিবার ‘কান্তারা: চ্যাপ্টার 1’ (Kantara: Chapter 1) এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। তবে সেখানে দর্শকদের ভিড় একেবারে উপচে পড়ে। এমনকি সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সমালোচক, সংবাদমাধ্যম ও অসংখ্য সিনেমা প্রেমী।

উল্লেখ্য, এই ছবিটি 2022 সালের ব্লকবাস্টার কান্তারা’র প্রিক্যুয়েলের উপর তৈরি। আর এই ছবির পরিচালক রিষভ শেট্টি। তিনি আবারও প্রমাণ করলেন যে, লোক পুরাণ আর বিশ্বাসের জগতকে আধুনিক সিনেমার পর্দায় কীভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, তা তিনি ছাড়া আর কেউ ভালো জানেন না। কিন্তু দর্শকরা কী বলছেন এই মুভি নিয়ে? তিন দিনে বক্স অফিস কালেকশন কত? চলুন বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে।

গল্পের পটভূমি

প্রসঙ্গত, ‘কান্তারা: চ্যাপ্টার 1’ এর কাহিনী এক রাজ পরিবারেরকে কেন্দ্র করে শুরু হয়। রাজা বিজয়েন্দ্রর দুই সন্তান। তাঁদের মধ্যে একজন সৎ, যার নাম রুকমিণী বাসন্ত আর অন্যজন নিষ্ঠুর, যার নাম গুলশান দেবাইয়া অরফে কুলশেখর। তবে রাজা ভুলবশত ওই নিষ্ঠুর ছেলেটিকে উত্তরসূরি ঘোষণা করেন। আর এখান থেকেই সর্বনাশের কাহিনী শুরু হয়। কুলশেখর একসময় আনন্দের উৎসব করতে যায় বনভূমিতে, যাকে ‘ঈশ্বর কা মধুবন’ বলা হয়। তবে সেখানে প্রবেশ করা বহু বছর ধরে নিষিদ্ধ। এমনকি সেখানে এক ব্রহ্মারাক্ষস বাস করতেন। তিনি বন এবং দেবতাদের রক্ষা করেন। আর সেই সীমা লঙ্ঘন করায় প্রকৃতির ক্রোধ আরও জেগে ওঠে।

অভিনয়ের পটভূমি

এদিকে রিষভ শেট্টি ও রুকমিণী বাসন্ত এই ছবিটির গল্পকে যেন এক অন্য মাত্রাই নিয়ে গেছেন। বিশেষ করে ছবির শেষ 15 মিনিটে তাদের অভিনয় নিয়ে কোনও কথা হবে না। যেন কোনও রক্তমাংসের মানুষ নয়, তাঁরা পুরাণের জলজ্যান্ত চরিত্র। হ্যাঁ, এমনই মনে হচ্ছে। রিষভের সঙ্গে রুকমিণীর উপস্থিতি যেন দর্শকদের মনকে আরও আবেগে ভাসিয়ে দিয়েছে। অন্যদিকে গুলশান দেবাইয়া এবং বিজয়েন্দ্রও তাদের চরিত্রে গভীরতা এনেছে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু রিষভ শেট্টি ও রুকমিণী বাসন্তের দিকেই যায়।

পরিচালনা এবং সংগীত

এদিকে রিষভ শেট্টিকে শুধুমাত্র পরিচালক বললেও কম হবে। এক কথায় তিনি এক ভিশনারি। হ্যাঁ, তিনি এই ছবির মাধ্যমে এমন এক দৃশ্য গড়ে তুলেছেন, যেখানে বাস্তব, আর কল্পনার এক গভীর মেলবন্ধন ঘটেছে। ছবির প্রথম ভাগ একটু ধীরগতি হলেও, দ্বিতীয় ভাগে যেন জাদু রয়েছে। গল্প, সংগীত আর অভিনয় মিলে অনবদ্য অভিজ্ঞতা সৃষ্টি করেছেন তিনি। কিন্তু হ্যাঁ, হিন্দি ডাবিং নিয়ে কিছু সমালোচনা হচ্ছে। দর্শকদের একাংশ মনে করছে, ভাষার টোন কিছুটা বদলে গেছে। আর অনেকে বলছে, এত বড় সিনেমায় ভয়েস কাস্টিং-এ আরও গুরুত্ব দেওয়ার দরকার ছিল।

মূলত এই ছবিটি আগেরটির মতোই পৌরাণিক ঘটনার উপর নির্ভর করে বানানো, যেখানে আবেগ আর বাস্তবের এক শক্তিশালী মিশ্রণ রয়েছে। শ্বাসরুদ্ধকর সিনেমাটোগ্রাফি, তীব্র পটভূমি সংগীত আর পরিবেশনার মাধ্যমে ‘কান্তারা: চ্যাপ্টার 1’ সফলভাবে দর্শকদের মনে প্রভাব বিস্তার করেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে সমালোচকরা উল্লেখ করছেন যে, গল্পটি ধীরে ধীরে শুরু হলেও উন্মাদনা তুমুল। প্রসঙ্গত এই ছবিটিতে দর্শকরা 4.8 রেটিং দিয়েছে।

বক্স অফিসে বিরাট দাপট ‘কান্তারা: চ্যাপ্টার 1’-এর

জানিয়ে রাখি, ‘কান্তারা: চ্যাপ্টার 1’ মুক্তি পেয়েছে গত ২ অক্টোবর। আর প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে একেবারে ঝড় তুলেছে। মাত্র তিন দিনের ব্যবধানে ভারতের বক্স অফিসে ছবিটি মোট 200 কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। এমনকি শনিবার একদিনেই ছবিটি 55 কোটি টাকা আয় করেছে। কন্নড় সংস্করণের থিয়েটারগুলিতে মোটামুটি 94% হাউসফুল, আর হিন্দি সংস্করণ নিয়েও কোনও কথা হবে না। পাশাপাশি বিশ্বব্যাপী এই ছবিটি মোট 225 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে, যা সালমান খানের ‘সিকান্দার’ ছবি এবং রামচরনের ‘গেম চেঞ্জার’-কেও গুঁড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ দাম শুরু ৯.৯৯ লক্ষ টাকা থেকে! আধুনিক ফিচার সহ হাজির নতুন Mahindra Thar

উল্লেখ্য, 2022 সালের ‘কান্তারা’ মাত্র 15 কোটির বাজেটে তৈরি করা হয়েছিল। তবে সেই ছবি 400 কোটি টাকার বেশি আয় করেছিল। আর এবার ‘কান্তারা: চ্যাপ্টার 1’ সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটায় কিনা, সেটাই দেখার। আজকের মধ্যেই হয়তো এই ছবি 250 কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে অনুমান করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join