পার্থ সারথি মান্না, কলকাতাঃ সামনেই বড়দিন, এসময়টা ফের একবার উৎসবের মত করে সেজে ওঠে চারিদিক। আর এমন সময়েই মুক্তি পেয়েছে দেবের ছবি ‘খাদান’ (Khadaan)। রিলিজের আগে থেকেই ব্যাপক চর্চায় ছিল ছবিটি। এমনকি মুক্তি এগিয়ে এলে হল পাওয়া নিয়েও বেশ কিছু সমস্যা দেখা যায়। তবে সব বাঁধা অতিক্রম করে রিলিজ হতেই রীতিমত বাংলার বক্স অফিস কাঁপাচ্ছে খাদান।
বাংলার বক্স অফিস কাঁপাচ্ছে ‘Khadaan’
অনেকেই দেবকে অ্যাকশন মুডে দেখার জন্য অপেক্ষায় ছিলেন। কারণ শেষ কয়েকটি ছবিতে সেভাবে অ্যাকশনের দেখা মেলেনি। ভক্তদের সেই মনস্কামনা পূর্ণ করে একেবারে রাউডি স্টাইলে হাজির বাংলার সুপারস্টার দেব। তাই সিনেমাহল যে দর্শকের ভিড়ে উপচে পড়বে সেটা প্রত্যাশিতই ছিল। প্রথমদিনেই ১০০ এরও বেশি হল হাউসফুল হয়েছে বলে খবর মিলেছে।
রাত্রী ২টো তেও হাউসফুল খাদান
রিলিজের প্রথম দিনে রাত্রি ২টো নাগাদক একটি শোয়ের আয়োজন করা হয়েছিল রায়গঞ্জের একটি সিনেমা হলে। ১৫৯ সিটের হলটি হাউসফুল হয়ে যায়। গভীর রাত্রিতেও এতটা ভালো সাড়া পাওয়া যাবে ভাবেই পারেননি দেব। নিজেই গোটা ঘটনার কথা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
কত টাকার ব্যবসা করল খাদান?
যে কোনো ছবি কতটা হিট সেটা জানার জন্য বক্স অফিস কালেকশন হল সবচেয়ে বড় মেট্রিক। যদিও প্রযোজনা সংস্থার তরফ থেকেই আয় সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি তবে sacnilk এর তরফ থেকেই জানানো হয়েছে প্রথম দিনেই প্রায় ৭৭ লক্ষ টাকা আয় হয়েছে খাদান ছবিটির। অর্থাৎ রবিবারের মধ্যেই এককোটি টাকা পার হবে অনায়াসে।
খাদান ছবির বাজেট
সুপারস্টার দেবের মতে, খাদান ছবির জন্য ৬ কোটি টাকা খরচ হয়েছে। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বাজেটের টাকা তুলে লাভের মুখ দেখবে খাদান। শুক্রবার রাতেই লাইভ এসে ফেব জানান, দুবছর আগেই খাদানের মত মাস এন্টারটেইনার কমার্শিয়াল ছবি করা উচিত হিল, কিন্তু সেটা হয়নি। করা হলে বাংলা ইন্ডাস্ট্রি আজ অনেকটা লাভবান হত। এখানেই শেষ নয়, আগামী দিনে ১০ কোটি বাজেটের ছবি বানানোর কথাও জানিয়েছেন দেব।