Forbes-র সেরা দশের তালিকায় বং গাই! সফল হওয়ার আগে অপমানের কাহিনী শোনালেন কিরণ

Published on:

bong guy kiran dutta forbes

কলকাতাঃ প্রকাশ্যে এসেছে বিখ্যাত ফোর্বসের (Forbes) তালিকা। আর এই তালিকায় এবারে এমন কিছু নাম রয়েছে যা দেখে বা শুনে চমকে গিয়েছেন সকলে। অনেকে বিশ্বাসই করতে পাচ্ছেন না যে এটা সত্যি হয়েছে কিনা। যাদের মধ্যে অন্যতম হলেন বিখ্যাত ইউটিউবার বং গাই (Bong Guy) তথা কিরণ দত্ত (Kiran Dutta)। হ্যাঁ ঠিকই শুনেছেন। ভারতের সেরা ১০০ জন ক্রিয়েটারের মধ্যে ১০ নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন কিরণ দত্ত নিজের জায়গা পাকা করে নিয়েছেন। তবে বাংলার অন্যতম বড় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠা কিন্তু মুখের কথা ছিল না বলে নিজেই জানিয়েছেন বঙ্গাই। জীবনের অন্যতম বড় সাফল্যে কিছুটা হলেও করতে পিছুপা হলেন না কিরণ দত্ত। বারবার ব্যর্থ হয়েও যে ফিরে আসা যায় তার যেন জলজ্যান্ত উদাহরণ দিলেন কিরণ দত্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্যারের কাছে অপমানিত হয়েছিলেন ‘বং গাই’

নিজের ফেসবুকে কিরণ দত্ত ওরফে বং গাই লেখেন, ‘Forbes এ নিজের ছবি দেখতে পাবো সেটাই কোনোদিনই ভাবিনি তাও দেশের টপ ১০০ ডিজিটাল স্টারের লিস্টে র‍্যাংক ১০ এ, এতো ভাবনার একেবারেই বাইরে।’ এরপরেই সে জানায় যে কীভাবে পড়াশোনা না পারায় স্কুল শিক্ষকের কাছে অপমানিত হয়েছিলেন। কিরণ দত্ত জানান, ‘ আজ এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে যে আমায় বলেছিলো এসব করে জীবনে আমি কিসসু করতে পারবো না। বাবা মা আশাহত হবে একদিন। আমি এতোই উইয়ার্ড ছিলাম বাড়ি এসে হাজার বার খাতায় লিখেছিলাম ‘ আমি পারবো’ আর কেঁদেছিলাম (কারন মেয়েদের সামনে অপমান করেছিলো)। জানিনা আজ কেন মনে পড়লো তবে ভেতরের বাচ্চাটা জোরে জোরে চিৎকার করে বলছে ‘পারলাম তো?’ অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার মতো ছোট্ট জায়গার সাধারন ছেলের স্বপ্ন সত্যি হতে পারলে তোমাদের সবারও একদিন হবে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কে এই বং গাই?

যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তাঁরা বং গাইকে দেখেননি বা তাঁর ভিডিও দেখেননি তা হতেই পারে না। কিরণ কিন্তু একসময় সিভিল ইঞ্জিনিয়ারও ছিলো। সে তাঁর কলেজের দিনগুলিতে কমিডি ভিডিও তৈরি শুরু করেছিলেন এবং ২০১৫ সালে সেগুলি ইউটিউবে আপলোড করতেন। জনপ্রিয়তা পেতে খুব একটা বেশি সময় লাগেনি ২৯ বছর বয়সী কিরণের। দু’বছর পরে, বং বেশকিছু সিরিজ ‘এ কেমন সিনেমা’ এ আসেন। এরপর তিনি লকডাউনের সময়ে মিউজিক ভিডিও ‘অপেক্ষা’, ‘কলকাতা চলন্তিকা’ নামে একটি সিনেমা এবং টাইম-আপ নামে একটি ওয়েব সিরিজ তৈরি করেন। যাই হোক যত সময় এগোছে ততই যেন সাফল্য পায়ে চুমু খাচ্ছে কিরণ দত্তের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group