ভারতের ইতিহাসে প্রথম! বাহুবলী, RRR-কে ছাপিয়ে ৪,০০০ কোটি বাজেটে তৈরি হচ্ছে রামায়ণ

Published on:

Know Ramayana Movie Budget And more details

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস বদলে দেবে প্রযোজক নতিম মালহোত্রার মহার্ঘ ছবি রামায়ণ। হ্যাঁ, মূলত গগনচুম্বী বাজেটের কারণেই ভারতীয় সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে রণবীর কাপুর অভিনীত ছবি রামায়ণ।

আপাতত যা খবর, ছবির কাজ ঠিক চললে আগামী বছর অর্থাৎ 2026 সালের দিওয়ালিতেই মুক্তি পেয়ে যাবে এই সিনেমা। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়, এই ছবির বাজেট। হ্যাঁ, 400-500 নয়! নমিতের রামায়ণ ছবির বাজেট হতে চলেছে প্রায় 500 মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 4,000 কোটি টাকা।

এর আগে এত বাজেটের সিনেমা অন্তত ভারতের বুকে তৈরি হয়নি। কাজেই, শেষ পর্যন্ত যদি 4000 কোটি টাকা খরচা করে এই সিনেমাটি প্রাণ পায়, তবে রণবীরের রামায়ণই হবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি।

দুই ভাগে মুক্তি পাবে রামায়ণ

ভারতীয় চলচ্চিত্র জগতে ঘটবে বিরাট বিস্ফোরণ! আসলে রামায়ণ ছবির প্রযোজক নতিম মালহোত্রা ইতিপূর্বে হলিউডের একাধিক বিগ বাজেটের ছবিতে কাজ করেছেন। কাজেই, তাঁর হাতে রামায়ণ নামক যে ছবিটি গড়ে উঠতে চলেছে, তা দেশের বাজারে কতটা প্রভাব ফেলবে, সে কথা এখন থেকেই বুঝে গিয়েছেন অনেকেই।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

শোনা যায়, ছেলেবেলা থেকেই প্রাইম ফোকাস সংস্থার সিইও নতিমের ইচ্ছে ছিল দেশের মাটিতে বড় বাজেটের ছবি তৈরি করার। খোঁজ নিয়ে জানা গেল, ছেলেবেলায় জুরাসিক পার্ক ছবিটি দেখার পর থেকেই প্রযোজক মালহোত্রার মনে বাসা বাঁধে বড় মাপের ছবি তৈরির ইচ্ছা। এবার রণবীর কাপুরের ছবির হাত ধরেই দেশের মাটিতে সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন নতিম।

তবে শোনা যাচ্ছে, 4,000 কোটি টাকা খরচ করে তৈরি হতে যাওয়া এই ছবিটি মূলত দুটি ভাগে মুক্তি পাবে। হ্যাঁ, প্রথমভাগটি আসন্ন 2026 সালের দিওয়ালিতে রিলিজ করার পর পরবর্তী অংশ নিয়ে তোরজোর শুরু করবেন ছবির পরিচালক নীতিশ তিওয়ারি।

 

রামায়ণ ছবির জন্য এত বাজেট কোথা থেকে পাচ্ছেন নতিম?

বাহুবলী হোক কিংবা RRR, ভারতের বাজারে এক সময়ে রাজত্ব করা সব বিগ বাজেট সিনেমার তুলনায় রামায়ণ ছবির বাজেট কয়েকগুণ বেশি। কাজেই প্রশ্ন থেকে যায়, এত অর্থ কোথা থেকে পাচ্ছেন প্রযোজক নতিম মালহোত্রা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রণবীরের ছবির প্রযোজক জানিয়েছিলেন, এই ছবিতে আমরা নিজেরাই টাকা ঢালছি। প্রযোজনার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের কাঁধেই। তাই অন্য কারও কাছ থেকে টাকা আসছে এমন ভাবনাটা ভুল!

নতিম আরও বলেন, আজ থেকে 6-7 বছর আগে রামায়ণ মুভি তৈরির ঘোষণা করেছিলাম। তবে সেই সময়ে সিনেমার এত বাজেট শুনে অনেকেই পাগল বলেছিল আমায়! এর আগে এত অর্থ দিয়ে কোনও ছবি তৈরি হয়নি ভারতে। তবে এবার আমরা সবচেয়ে বড় মহাকাব্য রামায়ণ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সিনেমা বানাতে চলেছি!

অবশ্যই পড়ুন: লটারিতে ২ কোটি জিতে মেলেনি কানাকড়িও! হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেতা

উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল, রণবীর কাপুরের এই ছবির বাজেট নাকি 1600 কোটি টাকা। তা নিয়ে মাতামাতিও কম হয়নি! তবে এবার সেই জল্পনা উড়িয়ে দিয়ে রামায়ণ ছবির আসল বাজেট প্রকাশ্যে এসেছে। ওয়াকিবহাল মহলের আশা, পরিচালক নীতিশ তিওয়ারি বলিউড এবং দক্ষিণী ঘরানার মিশেলে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওয়াল অভিনীত রামায়ণ ছবিতে বড়সড় চমক দিতে চলেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥