পার্থ সারথি মান্না, কলকাতাঃ ‘মা’ সিরিয়াল আর ছোট ‘ঝিলিক’কে মনে আছে নিশ্চই? ঝিলিক হিসাবে দর্শকদের মন জিতে নিয়েছিল অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। ধারাবাহিক শেষ হয়ে কেটে গেছে বহু বছর তবে আজও ছোট্ট ঝিলিক হিসাবে তিথিকে মনে রেখেছেন সিংহভাগ মানুষই। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিথি।
সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকার ‘ঝিলিক’ অভিনেত্রী
নেটপাড়ায় লক্ষাধিক ফলোয়ারদের সাথে দৈনন্দিন জীবনের ছবি থেকে ভিডিও শেয়ার করে নেন তিথি। সম্প্রতি সেখানেই জন্মদিনের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন, কিন্তু মুশকিল হল সেখানে শুভেচ্ছার পাশাপাশি জুটেছে কটাক্ষ। কেন? কারণ ছবিতে মদের বোতল হাতে দেখা যাচ্ছে তাঁকে।
মদের বোতল হাতে জন্মদিনের ছবি শেয়ার তিথির
এদিন জন্মদিনের যে ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে এক হাতে কেক আর অন্য হাতে রয়েছে একটি মদের বোতল। যেটাকে দেখে চুমু খেতে যাচ্ছে সে। এই ছবি দেখেই ভ্রু কুঁচকেছে নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘বাঙালির সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’
View this post on Instagram
ভাইরাল পোস্টের কমেন্ট বক্সে কেউ প্রশ্ন ছুড়েছেন, এটাই কি স্বাধীনতা? তো কারোর মতে বাহ! বাঙালি বাহ কি কালচার। অবশ্য ভক্তদের অনেকেই জন্মদিনের শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তাকে। যদিও এই সমস্ত মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, এই প্রথম ট্রোলিংয়ের শিকার হননি তিথি। এর আগেও বহুবার পোশাকের কারণে কটাক্ষের শিকার হতে দেখা গিয়েছে তাকে। তবে সেসব নিয়ে খুব একটা পাত্তা দিতে দেখা যায়নি কখনই। বর্তমানে সিরিয়ালের পর্দায় সেভাবে দেখা না গেলেও মাঝে মধ্যেই ভিডিও ব্লগ শেয়ার করেন তিথি।
ইস্টবেঙ্গলের ধমকেই হল কাজ? অবশেষে ডার্বি নিয়ে সিদ্ধান্ত নিল মোহনবাগান