মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার স্বল্পবসনা নাচ দেখেছেন? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

Published on:

maha kumbh 2025 viral girl monalisa deep fake video viral over internet

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ১৪৪ বছর পর আসা মহাকুম্ভ (Mahakumbh 2025) নিয়ে শুধুমাত্র দেশে নয়, গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে। মহাকুম্ভের মেলায় এবছর ৪৫ কোটি মানুষ আসবে বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণ থেকে একাধিক মানুষ ভাইরাল হয়ে পড়েছেন। আইআইটি বাবা থেকে শুরু করে গোল্ডেন বাবা, বারোদা বাবা এর মত মোনালিসা নামের এক মেয়েও বেশ ভাইরাল হয়ে পড়েছে।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

মালা বিক্রি করতে মহাকুম্ভে এসে ভাইরাল মোনালিসা | Monalisa The Viral Girl |

মধ্যপ্রদেশের মেয়ে মোনালিসা পরিবারের সাথে মহাকুম্ভে এসে পুণ্যস্নান করে মালা বিক্রি করতে এসেছিলেন। সেখানেই কিছু লোকে তাঁর ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন যা হু হু করে ভাইরাল হয়ে যায়। এরপর রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় মোনালিসা। আর এবার নেটপাড়ায় তার একাধিক ভিডিও প্রকাশ্যে আসছে যা মিলিয়নে ভিউ পাচ্ছে!

ভাইরাল মোনালিসার নাচের ভিডিও

ইনস্টাগ্রামে একাধিক রিল ভাইরাল হয়েছে যেখানে মোনালিসার মত দেখতে একটি মেয়েকে মডার্ন পোশাকে নাচতে দেখা যাচ্ছে। অনেকেই দেখার পর সন্দেহ প্রকাশ করেছিলেন এগুলি আদৌ সত্যি কি না সেই নিয়ে। আর এবার জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওগুলি আসলে ডিপফেক। অর্থাৎ হুবহু মোনালিসার মত দেখতে হলেও আদতে সে মোটেই নাচেনি।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

এক নেটিজেন ভিডিও দেখেই ধরতে পেরে গিয়েছেন যে ভিডিওটি ফেক। কারণ AI এর সাহায্যে মুখ বদল করা গেলেও যে মেয়েটির মুখ বদল করা হয়েছে তাঁর গায়ে থাকা ট্যাটু সরানো হয়নি। আর সেটা দেখেই ভিডিওটি যে নকল তা ধরা গিয়েছে।

আরও পড়ুনঃ বৃহত্তর আন্দোলন, নাও মিলতে পারে রেশন! বাজেটে বঞ্চনার অভিযোগে ধর্মঘটের প্রস্তুতি ডিলারদের

প্রসঙ্গত, AI এর সাহায্যে ডিপফেক ভিডিও বানানর ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সেলেব্রিটিদের ডিপফেক ভিডিও তৈরী করে তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছিল। এই ধরণের ভিডিও বানানো নিয়ে ইতিমধ্যেই অনেকে বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন কারণ এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয় না। তাছাড়া যে ভাবে AI উন্নত হচ্ছে তাতে আগামী দিনে আসল ও নকলের পার্থক্য করা মুশকিল হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group