৬৮ বছরে প্রয়াত মহাভারতের ‘কর্ণ’, ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেতা

Published:

pankaj dheer death
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ দীপাবলির আগে ফের একবার বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীরের (Pankaj Dheer Death)। ক্যান্সারের কাছে জীবনযুদ্ধে হার মানলেন মহাভারত খ্যাত ‘কর্ণ’। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৮ বছর।

প্রয়াত জনপ্রিয় অভিনেতা

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার ঘনিষ্ঠ বন্ধু অমিত বহেল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সূত্রের খবর, পঙ্কজের ক্যান্সার হয়েছিল এবং তিনি এই যুদ্ধে একবার জয়ীও হয়েছিলেন। তবে, গত কয়েক মাস ধরে তার ক্যান্সার আবারও বাসা বাধে অভিনেতার শরীরে। অভিনেতার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোগের কারণে তার বড় অস্ত্রোপচারও হয়েছিল, কিন্তু পঙ্কজ ধীরকে বাঁচানো যায়নি। পঙ্কজের মৃত্যুর খবরে টিভি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরাও শোকাহত।

৮০-র দশকের জনপ্রিয় বিআর চোপড়ার মহাভারতে কর্ণের চরিত্রে অভিনয় করে শোরগোল ফেলে দিয়েছিলেন পঙ্কজ ধীর। সিরিয়ালের পাশাপাশি তাঁকে বহু সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল। ঘরে ঘরে অভিনেতার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল। তবে এক লহমায় এবার সব শেষ হয়ে গেল। বিনোদন জগতের ক্ষেত্রে পঙ্কজ ধীরের মতো অভিনেতার এক অপূরণীয় ক্ষতি।

CINTAA পঙ্কজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তারা একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে অভিনেতা ১৫ অক্টোবর মারা গেছেন। তাঁর শেষকৃত্য বিকেল ৪:৩০ মিনিটে মুম্বাইয়ের ভিলে পার্লেতে অনুষ্ঠিত হবে। পঙ্কজ CINTAA-এর প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। পঙ্কজ ধীর হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। তাকে “চন্দ্রকান্ত,” “যুগ,” “দ্য গ্রেট মারাঠা” এবং “বধো বহু” এর মতো শোতে দেখা গেছে। ‘আশিক আওয়ারা’, ‘সড়ক’, ‘সৈনিক’ এবং ‘বাদশা’-এর মতো ছবিতেও দেখা গেছে তাকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join