প্রীতি পোদ্দার, কলকাতা: এর আগে বেশ কয়েকবার মৃত্যুর খবর রটেছিল বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের (Manoj Mitra)। কিন্তু সেই সকল খবরগুলো সবটাই ভুয়ো ছিল। কিন্তু এবার খবরটা আর ভুয়ো নয়। ৮৫ বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন ‘বাঞ্ছারামার বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ খ্যাত অভিনেতা মনোজ মিত্র। সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হল।
প্রয়াত মনোজ মিত্র
সূত্রের খবর, বার্ধ্যকজনিত সমস্যার কারণে গত ২৩ সেপ্টেম্বর তড়িঘড়ি করে বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্রকে ভর্তি করানো হয়েছিল সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে। সেই সময় হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল যে, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা রয়েছে। এছাড়াও রক্তচাপ অনিয়ন্ত্রিত এবং ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে। তাই প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের বহু চেষ্টা সমস্তটাই বৃথা হয়ে গেল। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে মাত্র ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা।
শিক্ষা এবং অভিনয় জগৎ এ সমান খ্যাতি অর্জন
মনোজ মিত্রের জন্ম হয়েছিল ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর ধূলিহর গ্রামে। সেখানে ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ স্নাতক হন তিনি। আর সেই কলেজেই থিয়েটারে অংশগ্রহণ করে জীবনে নয়া মোড় আসে। তবে তার জন্য পড়াশোনা থেমে থাকেনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স করেন। তারপর ডক্টরেটের জন্য গবেষণা শুরু করেছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন নিয়েও শিক্ষকতা করেন তিনি। এরপর ১৯৭৯ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। যদিও প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ লেখেন ১৯৫৯ সালে কিন্তু ১৯৭২-এ ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে তিনি পরিচিতি তৈরি হন। থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন কিংবদন্তি শিল্পী। সারা জীবনে বহু পুরস্কার, একের পর এক সম্মান পেয়েছেন এই শিল্পী।
প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে প্রায় ৩ বার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু এবার তাঁর আর বাড়ি ফেরা হল না। তাঁর মৃত্যুতে যেন একটি যুগের অবসান ঘটল। আর এই কিংবদন্তির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত্। সমাজমাধ্যমের পাতায় অভিনেতা অভিনেত্রীরা শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে।