TRP দখল করেও পুড়ল কপাল! অল্প দিনেই বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল

Published on:

star jalsha dui shalik serial

শ্বেতা মিত্র, কলকাতা: বাংলার সিরিয়াল প্রেমী মানুষদের জন্য খারাপ খবর। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় একটি সিরিয়াল। সিরিয়ালটি চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিল। এমন একটা সময় এসেছিল, যখন জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘অমরসঙ্গী’কেও টেক্কা দিতে শুরু করেছিল। দর্শক ক্রমে স্টার জলসার নতুন এই সিরিয়ালোকে গ্রহণ করতে শুরু করেছিল। অন্যান্য বাংলা সিরিয়ালের তুলনায়, স্টার জলসার এই সিরিয়ালের গল্প অনেকটাই আলাদা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বন্ধ হচ্ছে এই মেগা?

দুই বোনের গল্প। কিন্তু তারা জানত না, তারা দুজন একে অন্যের বোন। দুই বোন এবং স্টার জলসার কথা বলতে নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা কোন সিরিয়ালের কথা বলছি। আমরা আলোচনা করছি জনপ্রিয় সিরিয়াল ‘দুই শালিক’ নিয়ে। বিকেল সাড়ে পাঁচটার স্লটে এক সময় বেশ সাড়া জাগাতে শুরু করেছিল দুই শালিক। জমে উঠতে শুরু করেছিল গল্প। এমন সময় খবর আসছে এই সিরিয়াল নাকি বন্ধ হয়ে যেতে পারে!

আরও পড়ুনঃ পরপর দু’দিন শিয়ালদা শাখায় বাতিল একগাদা লোকাল ট্রেন, সমস্যা এড়াতে দেখে নিন তালিকা

যদিও পাকাপাকিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, এমনটাই গুঞ্জন। একটা সিরিয়াল বন্ধ হলে, নতুন একটা সিরিয়াল আসবে, এটাই নিয়ম। কিন্তু যে কোনো সিরিয়াল বন্ধ হওয়া মানে মন খারাপের আবহাওয়া তৈরি হওয়া। এক সময় দুই শালিক সিরিয়ালের টেলিভিশন রেটিং বা টিআরপি ৫ ছুঁয়েছিল। তারপর নিজের জায়গা আর ধরে রাখতে পারেনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মন খারাপ দর্শকদের

কমতে শুরু করেছিল টিআরপি। এখন মানুষ যদি পছন্দ না করেন, তাহলে সিরিয়াল চালিয়ে হবেটা কী? শোনা যাচ্ছে, টিআরপি কম থাকার কারণেই স্টার জলসার দুই শালিক ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে। তার জায়গায় আসতে পারে নতুন কোনো সিরিয়াল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group