১২০ গ্রাম সোনা, ১৮ লাখ দিয়ে মুক্তি! ডিভোর্স হতেই দুধ দিয়ে স্নান, উদযাপন মা-ছেলের

Published:

Viral Video
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে কেউ কেউ হাসছে, আবার কেউ কেউ সমালোচনা করতেও ছাড়ছে না। হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ আলাদা। কারণ, ডিভোর্সের পর ছেলেকে দুধ দিয়ে স্নান করালেন মা, আর কেক কাটার অনুষ্ঠানও উদযাপন করলেন! শুনে অবিশ্বাস্য মনে হলেও এক্কেবারে সত্যি। তবে আসল ঘটনা কী? চলুন জানি আজকের প্রতিবেদনে।

ডিভোর্সের পরেই উৎসবে মাতলেন মা ও ছেলে

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক যুবককে তাঁর মা দুধ দিয়ে স্নান করাচ্ছে। আর পাশে ঢোল বাজছে, এমনকি আত্মীয় পরিজনরা হাসছেন। এরপর স্নান সেরে নতুন জামাকাপড় ও জুতো পড়ে ওই যুবক চেয়ারে বসে। তারপর কেক কেটে নিজের নতুন জীবনের পথ চলা শুরু করে। সবথেকে অবাক করার বিষয়, ওই কেকের উপরে লেখা ছিল “হ্যাপি ডিভোর্স, ১২০ গ্রাম সোনা আর ১৮ লক্ষ টাকা!” আর এই লেখাটিই পুরো সোশ্যাল মিডিয়াকে একেবারে কাঁপিয়ে দিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Biradar DK (@iamdkbiradar)

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ঝড়

ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ লক্ষ মানুষ তা দেখে ফেলে। আর কমেন্ট সেকশনে নানারকম প্রতিক্রিয়ায় ভরে ওঠে। কেউ কেউ লিখছে, টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে নিজেকে নতুন ভাবে গড়ে তোলার সাহস দেখিয়েছে এই যুবক। আবার কেউ সমালোচনা করে লিখছেন, এরা হল সেই মায়ের ছেলে, যাদের থেকে অন্তত মেয়েদের দূরে থাকা উচিত। আবার অনেকে কংগ্রাচুলেশনস বলে তাকে অভিনন্দন জানাচ্ছে।

আরও পড়ুনঃ এশিয়া কাপ জিতেই বোনকে ইলেকট্রিক স্কুটার উপহার দিলেন রিঙ্কু? রইল গাড়িটির ফিচার্স, দাম

ভিডিও পোস্ট করে ক্যাপশনে ওই যুবক লিখেছেন, দয়া করে খুশিতে থাকুন, নিজেকে সেলিব্রেট করুন। কোনওরকম ভাবে হতাশ হবেন না। আমি ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টাকা নিইনি, বরং আমি দিয়েছি। আমি সিঙ্গেল, আমি একাই খুশি, আমি স্বাধীন। আমার জীবন, আমার নিয়ম, আমি একা এবং আনন্দই বেঁচে রয়েছি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join