‘বড় হয়ে ভালো হয়েছে বলব না…’ অমিতাভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী মৌসুমীর

Published on:

mousumi chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: “রিম-ঝিম গিরে সাবন, সুলগ সুলগ জায়ে মন,,,ভীগে আজ ইস মৌসম মৈং, লগী কৈসী যে অগন…” গানের এই লাইনগুলো কানে ভেসে আসলে চোখের সামনে যেন স্পষ্ট ফুটে ওঠে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় এবং বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘মঞ্জিল’ এর বৃষ্টিভেজা দৃশ্যটি। এখনও সেই গান এভারগ্রিন হয়ে রয়েছে সকলের কাছে। ৫০ বছরেরও বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন মৌসুমী চট্টোপাধ্যায়। টলিউড থেকে বলিউডে কাজ করে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন এই বাঙালি অভিনেত্রী। কাজ করেছেন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। উত্তম কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নায়িকা হিসেবে বরাবরই প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিন্তু হঠাৎ ই সহ অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে এক বিস্ফোরক কথা বলে বসলেন।

কলকাতাতেই রয়েছেন মৌসুমী

কাজের সুত্রে বর্তমানে মৌসুমী চট্টোপাধ্যায় এর ঠিকানা এখন কলকাতায়। তিনি এখানেই তাঁর আগামী ছবির শ্যুটিং করছেন। যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান অভিনীত ‘আড়ি’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে এই বর্ষীয়ান অভিনেত্রীর। আর তারই ফাঁকে খোজমেজাজে ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিতে দেখা গেল অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে। বরাবর তিনি সোজা কথা সোজা ভাবে বলতে খুব পছন্দ করেন। যাকে এককথায় বলে স্পষ্টবাদী। তাই এদিন তিনি তাঁর সহ অভিনেতাদের বিষয়ে কথা বলতে গিয়ে বিনোদ খান্না শুরু করে ধর্মেন্দ্রদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। আর তাতেই অমিতাভ বচ্চন কে নিয়ে গোপন কথা বললেন।

অমিতাভকে নিয়ে কী বললেন তিনি?

তিনি এদিন সাক্ষাৎকারে বলেন ‘অমিতাভ বচ্চনের সঙ্গে আমি যখন কাজ করেছি ও তখন সত্যিই খুব স্ট্রাগল করত। আর ওর আরেক ভাই অজিতাভ সন্ধ্যাবেলা একটা গাড়ি জোগাড় করে নিয়ে আসত, আর তাতে উঠেই চলে যেত অমিতাভ বচ্চন।’ তিনি আরও বলেন ‘অমিতাভ খুব চুপচাপ একা বসে থাকত। কখনও দেখা যেত সে আমার হেয়ার ড্রেসারের সঙ্গে বসে একসঙ্গে খাবার খাচ্ছে। খুব কষ্ট করে বড় হয়েছে ও ইন্ডাস্ট্রিতে। কিন্তু বড় হয়ে ভালো হয়েছে সেটা বলব না। কারণ এত প্রশংসা এত সন্মান হলে না মানুষের তো ওটা কম হয়ে যায়। কারও উপকার করার কথা তখন ভাবতেই পারবে না তারা।’

প্রসঙ্গত, অভিনয় জীবনে মাঝখানে একটা দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে প্রায় দূরেই সরিয়ে রেখেছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী। আসলে পেশাগত ও ব্যক্তিগত জীবনের সাথে কোনও আপস করতে চাননি বলেই এ হেন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেই কারণেই বহু ছবি থেকে বাদও পড়েছিলেন। নেওয়া হয়েছিল অন্য নায়িকাকে। তাতে অবশ্য কম আক্ষেপ করেনি। তাইতো বিরতির পর একের পর এক কাজে আবার যোগদান করেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥