বান্ধবীর প্রেমিক থেকে স্বামী! ভরত-মুনমুন সেনের প্রেমকাহিনী সিনেমার চেয়ে কম নয়

Published:

how munmun sen and bharat dev verma met and their love story
Follow

পার্থ সারথি মান্নাঃ সপ্তাহের দ্বিতীয় দিনের শুরুতেই এল খারাপ খবর। প্রয়াত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা (Bharat Dev Varma)। একইসাথে পিতৃহারা হলেন অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন। এমন একটা খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

প্রয়াত ভরত দেব বর্মা

যেমনটা জানা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ সকালে পরিস্থিতির বাড়াবাড়ি হলে তোতখনটা ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে অ্যাম্বুলেন্স এসে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজপুত্রের সাথে মহানায়িকার মেয়ের প্রেমকাহিনী

জানা যায়, রাজপরিবারের ছেলে ভরত। ১৯৭৮ সালের ২৪ শে ফেব্রুয়ারি অভিনেত্রী মুনমুন সেনকে বিয়ে করেছিলেন ভরত দেব বর্মা। তবে তাদের প্রেমকাহিনীও কোনো সিনেমার চিত্রনাট্যের তুলনায় কম ছিল না। আজও অনেকেরই কাছেই সেই কাহিনী অজানা। অভিনেত্রী একবার নিজেই জানিয়েছিলেন, এক বিয়েবাড়িতে প্রথম দেখা হয়েছিল দুজনের। বিদেশ থেকেই সেই সময় বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলেন।

মুনমুন সেনের কথায়, আমার মিস ক্যালকাটা হওয়া বান্ধবী নাসরিন আলীর সাথে দেখা করার জন্যই কলকাতায় এসেছিলেন ভরত। যেদিন প্রথম দেখা হয় সেদিন বাড়ি ফেরার তাড়া ছিল, নাসরিনকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে বাড়ি ফিরব? সাতটা পার হলে মায়ের কাছে বকুনি খেতে হবে। তখন ভরতই বাড়ি পৌঁছে দিয়েছিল’। তবে এই ঘটনা কিন্তু প্রেমের সূত্রপাত ছিল না। প্রথম দেখায় ভালো লাগলেও প্রেমের শুরু হয়ে আরও ৫ বছর পর।

বোঝাই যাচ্ছে মিস ক্যালকাটা নাসরিনের সাথে প্রেম আর হয়নি। বরং মুনমুন সেনের সাথে প্রেম শুরু হয়। এরপর একসময় বিয়েও করেন দুজনে। সেই থেকে ৪৬টা বসন্ত একসাথেই কেটেছিল। কিন্তু এবার সেই সম্পর্কে ছেদ পড়ল। দুই মেয়ে ও স্ত্রীকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন ভরত দেব বর্মা।

আরও
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join