প্রীতি পোদ্দার, কলকাতা: রোজনামচা কাজের ব্যস্ততায় জীবনে খানিক বিনোদন দিতে একের পর এক রিয়ালিটি শো এবং ধারাবাহিক সকলের জীবনে এক আলাদাই ভালোলাগার জায়গা তৈরি করেছে। যার মধ্যে অন্যতম হল জি বাংলার সারেগামাপা (Sa Re Ga Ma Pa)। মন ভাল করা এই শো- তে গান আর হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে ভরপুর থাকে প্রতিটা এপিসোড। বিচারকদের আসনে এবার রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জাভেদ আলি, অন্তরা মৈত্র এবং শান্তনু মৈত্র। একেক জন বিচারক যেন একেক রত্ন।
আর এই বিচারকদের মহাসমারোহে সবচেয়ে অন্যতম হলেন ৫২ বছরের সঙ্গীত পরিচালক এবং সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত (Music Director Indraadip Dasgupta) । সারেগামাপা-র মঞ্চে যেমন প্রতিযোগীদের বকাঝকা করেন ঠিক তেমনই গুরুর মতই সকল প্রতিযোগীকে আবার হাতে ধরে ভুলগুলো শুধরেও দেন সবার প্রিয় ইন্দ্রদীপ দা। কিছুদিন আগেই ৫২ তে পা দিয়েছিলেন তিনি। একের পর এক বাংলা চলচ্চিত্রে তিনি অসংখ্য গান পরিচালনা করেছেন। এক নামেই তাঁকে ইন্ডাস্ট্রিতে সকলেই চেনে। কিন্তু এত সফল কেরিয়ার থাকা সত্ত্বেও কেন বিয়ের পিঁড়িতে বসেননি তিনি বারংবার প্রশ্ন ওঠে।
বিয়ের প্রসঙ্গে অকপট ইন্দ্রদীপ
এক সাক্ষাৎকারে সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত জানিয়েছেন, তাঁর জন্মসূত্রে নাম ছিল চিরদীপ। কিন্তু ইন্ডাস্ট্রিতে শেষে তাঁর নাম হয়ে যায় ইন্দ্রদীপ। ছোট থেকেই তিনি বেশ ঠোঁটকাটা এবং বেশ মেজাজি। তাই এই বিষয়ে তিনি বলেন ‘লোকে যদি আমাকে নিয়ে কথা বলে, তাহলে তো আমি গুরুত্বপূর্ণ। তাহলে এসব বললেও আমি খুশি। লোকে যদি এখন বলে আমি অহংকার, আমার সমস্যা নেই। কারণ আমি জানি আমার কোনো অহংকার নেই।’ সম্প্রতি তিনি নাকি শরীরচর্চাতে কড়া নজর দিয়েছেন। একধাক্কায় ঝরিয়েছেন ৪৮ কেজি ওজন। তবে প্রেমের ব্যাপারে যেন একটু বেশিই নাক উঁচু। সারেগামাপা- র সহ-বিচারক ইমন একদিন মস্করা করে বলেছিলেন, ‘দাদা তো গানের বাইরে আর কারও প্রেমে পড়লেন না! এখন মনে হচ্ছে, নিজের প্রেমেই পড়েছেন।’
আরও পড়ুনঃ TRP ফেরাতে মেগা টুইস্ট অনুরাগের ছোঁয়ায়, আসছে নতুন সোনা-রুপা, কারা তাঁরা?
কবে করছেন বিয়ে?
এমনকি এত বছর বয়সে এসেও এখনও বিয়ে না করা নিয়ে এক সাক্ষাৎকারে নিজেই খোলসা করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি জানিয়েছিলেন, ‘কেউ তো বিয়ে করল না। একা থাকাই ভাল। নিজের টার্মে চলি। বিয়ের আর দরকার নেই। বন্ধুত্ব ভাল লাগে’। অর্থাৎ বিয়ের টার্মটা আর হয়তো খাটবে না ইন্দ্রদীপ দাশগুপ্তের জীবনে। কেলোর কীর্তি থেকে শুরু করে অভিশপ্ত নাইটি, মিশর রহস্য, ফাইটার, কেদারা-র মতো ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার।