পার্থ সারথি মান্না, কলকাতাঃ জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সিরিয়ালগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম হল নিম ফুলের মধু। আর পাঁচটা মেগা যেখানে কয়েক মাস যেতেই নিজের জৌলুস হারিয়ে ফেলে সেখানে সৃজন ও পর্ণার কাহিনীতে প্রতিটা পর্বই ছিল টান টান উত্তেজনার। সাথে বাবুউউর মা আর পরিবারের বাকি সদস্যরাও সুপারহিট। সব মিলিয়ে ‘নিম ফুলের মধু’ দর্শকদের দেখা একেবারে মাস্ট! কিন্তু দীর্ঘ দুই বছর পর এবার শেষের পথে ধারাবাহিকটি!
শেষ হচ্ছে নিম ফুলের মধু?
সেই নভেম্বর ২০২২ এ শুরু হয়েছিল সৃজন ও পর্ণার কাহিনী। বিয়ে হওয়া থেকে শুরু করে বিয়ের পর একাধিক ধাপে এগিয়েছে গল্প। বর্তমানে লিপ নিয়ে অনেকটাই এগিয়েছে কাহিনী। তাই নেটিজেনদের অনেকেই ভাবছিলেন হয়তো শেষের পথে এগোবে মেগা। আর এবার এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায়।
সোশ্যাল মিডিয়াতে নিম ফুলের মধু শেষ হওয়ার গুঞ্জন জোরালো হলেও অফিসিয়ালি এমন কোনো ঘোষণা মেলেনি। উল্টে সম্প্রতি ৮০০ পর্বের সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছিল গোটা টিমকে। রুচিরা অভিনেত্রী সৌমি চক্রবর্তী সেই সেলিব্রেশনের একটি ভিডিও শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তবে নেটিজেনদের মতে, শীঘ্রই গল্পের শেষ শুটিং হতে চলেছে। এমনকি মেগা শেষ হলেই নয়া সিরিয়ালের জন্য কাজ শুরু করবেন নায়ক এমনটাও খবর মিলেছে।
নতুন মেগায় দেখা যাবে ‘বাবুউউ’ অভিনেতা রুবেলকে
সিরিয়াল শেষের জল্পনার মাঝেই আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, নায়ক রুবেল দাসকে দেখা যাবে নতুন মেগায়। চলতি মেগা শেষ হওয়ার আগেই পরবর্তী মেগা প্রায় কনফার্ম। ভাবছেন নতুন মেগার নাম কি বা কোন চ্যানেলে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও নতুন নায়িকা কে হবেন সেই প্রশ্নের উত্তর মিলেছে।
আরও পড়ুনঃ বিরতি শেষ, জি বাংলার হাত ধরে কামব্যাক করছেন শ্রীপর্ণা, প্রকাশ্যে নতুন মেগার নাম
যেমনটা জানা যাচ্ছে গ্ল্যামার দুনিয়ার পরিচিত একটি নাম মধুরিমা চক্রবর্তী। মডেল এই অভিনেত্রীর সাথেই নতুন মেগাটে জুটি বাঁধতে দেখা যাবে সদ্য বিবাহিত রুবেল দাসকে। এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের দুনিয়ায় পা রাখতে চলেছেন মধুরিমা এমনটাই খবর মিলেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |