পার্থ সারথি মান্না, কলকাতাঃ জি বাংলার পর্দায় যে সমস্ত বাংলা মেগা সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম একটি হল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। সৃজন আর পর্ণার মিষ্টি প্রেমকাহিনী আর মাঝে নিমপাতার মত তেঁতো এক শাশুড়িকে নিয়ে শুরু হয়েছিল গল্প। আর পাঁচটা সিরিয়াল যেখানে তিন থেকে ছয় মাসেই ঝাঁপি বন্ধ করছে সেখানে দু বছরেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলছে এই মেগা। এখনও টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যেই থাকে নাম।
বহুদিন হল সৃজন-পর্ণার কাহিনী ২০ বছরের লম্বা লিপ নিয়েছে। পর্ণার মেয়ে এখন অনেকটাই বড়, এদিকে সৃজনও স্মৃতি হারিয়ে ডাকাত হয়ে গিয়েছিল, তবে তার স্মৃতি ফিরিয়ে আনা হয়েছে ইতিমধ্যেই। এবার চলছে পুঁটির বিয়ের পর্ব। অবশ্য ভিলেন ঈশা এখনও নিজের শয়তানি বজায় রেখেছে।
পুঁটির গায়ে হলুদ
সকাল হতেই পুঁটির গায়ে হলুদের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে গোটা পরিবার। এরপর ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এলে দেখা যায় বাড়ি খুঁজতে গিয়ে হয়রানির কথা শুনিয়ে টোন মারতে শুরু করে বরপক্ষের লোকেরা। যদিও এরপর ভালোভাবেই মিটেছে গায়েহলুদ ও স্নান পর্ব। তারপর রাতের বেলা মেয়ের বিয়ের আগে জল দেখা গিয়েছে সৃজন ও পর্ণার চোখে। কিন্তু এবার নেটপাড়ায় ফের শোনা যাচ্ছে সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন।
শেষ হচ্ছে নিম ফুলের মধু?
হ্যাঁ ঠিকই দেখছেন, নতুন করে আবারও ধারাবাহিক বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। যদিও এমন কোনো ঘোষণা আসেনি চ্যানেলের তরফ থেকে। এমনকি কিছুদিন আগে ৮০০ পর্ব সেলিব্রেশনের পরেও একবার গুজব উঠেছিল। সেই সময় তারকারাই স্পষ্ট জানিয়ে দেন এমন কিছুই হচ্ছে না।
আরও পড়ুনঃ সদ্য শেষ হয়েছে সিরিয়াল, এবার ‘রেশন কার্ড’ করবেন Star Jalsha-র জনপ্রিয় অভিনেতা
পাল্টে যেতে পারে স্লট
বন্ধের জল্পনা আপাতত এড়ানো গেলেও অনেকের মতে হয়তো টাইম স্লট বদল করা হতে পারে। কারণ একেরপর এক নতুন মেগা শুরু হচ্ছে জি বাংলায়। তাদেরকে জায়গা করে দিতে হয় কোনো পুরোনো বা কম টিআরপির সিরিয়াল বন্ধ হতে হবে, নয়তো টাইম স্লটের বদল হতে হবে। সেই হিসাবেই অনেকের ধারণা হয়তো সম্প্রচারের সময় বদল করা হতে পারে। অবশ্য এর আগেও একবার পরিণীতা ধারাবাহিকটিকে জায়গা করে দিতে টাইমস্লট বদল হয়েছিল নিম ফুলের মধুর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |