TRP কাঁপাতে মেগা টুইস্ট, অনুরাগের ছোঁয়ায় সোনা-রুপার প্রেমিক হয়ে এন্ট্রি Zee Bangla-র নায়কের

Published on:

anurager chowa serial

শ্বেতা মিত্র, কলকাতাঃ অনুরাগের ছোঁয়া… স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় এবং পুরনো সিরিয়াল। এক সময়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপির (Target rating point) শীর্ষে থাকা মেগাটি এখন নতুনদের ভিড়ে অনেকটাই হারিয়ে গিয়েছে। TRP কমলেও এই মেগার কিন্তু জনপ্রিয়তা কমেনি। উপরন্তু যত সময় এগোচ্ছে ততই একের পর এক টুইস্ট আসছে এই মেগায়। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার এই মেগায় এন্ট্রি নিতে চলেছেন জি বাংলার এক জনপ্ৰিয় মুখ। সবথেকে বড় কথা, অঙ্কের ফর্মুলার মতো এই মেগাতেও সেই এক ছেলেকে নিয়ে দুই মেয়ের টানাপোড়েন দেখানো হবে বলে জানা যাচ্ছে।

অনুরাগের ছোঁয়ায় নতুন হিরোর এন্ট্রি

WhatsApp Community Join Now

আজ থেকে যখন দু’বছর আগে স্টার জলসায় মেগাটি শুরু হয়েছিল তখন দেখানো হয়, সূর্যকে নিয়ে দীপা ও মিসকার টানাটানি। এমনকি বিবাহিত হওয়া সত্ত্বেও দীপা ও সূর্য একসঙ্গে একটা লম্বা সময়ে অবধি থাকার সুযোগটুকু পায়নি। অবশ্যই সেটার পেছনে বড় হাত রয়েছে মিশকার। যাইহোক, এখন এই গল্পে নতুন লিপ এসেছে। বড় হয়ে গিয়েছে সূর্য ও দীপার যমজ সন্তান রুপা ও সোনা। যদিও তাঁরা এখনো অবধি জানে না যে তাঁরা নিজের দুই বোন। এবার এখানেই আসছে মূল ট্যুইস্ট। এবার এই সোনা ও রুপার জীবনে এন্ট্রি নিতে চলেছে প্রেম। আর এই নতুন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলা সিরিয়াল দুনিয়ার জনপ্রিয় মুখ ঋষভ চক্রবর্তী। হ্যাঁ ঠিকই শুনেছেন।

নতুন চরিত্রে ঋষভ

যারা জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা নিম ফুলের মধু দেখেছেন তাঁরা ঋষভকেও চিনবেন। কারণ এই ঋষভ পর্ণার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। সেখানে তার চরিত্রের নাম পিকলু। যাইহোক, এবার এই নিম ফুলের গন্ডি পেড়িয়ে রুপা ও সোনার জীবনে আসতে দেখা যাবে ঋষভকে দেখা যাবে। যদিও এই বিষয়ে এখনো অবধি কিছু বলেনি স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ কিংবা অভিনেতা।

সূত্রের খবর, অনুরাগের ছোঁয়ায় সোনা-রূপা আর ঋষভের চরিত্রের মধ্যে লাভ ট্রায়েঙ্গেল দেখতে পারবে দর্শক। ইতিমধ্যেই প্রোমো শ্যুট হয়ে গিয়েছে।

সঙ্গে থাকুন ➥
X