শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে বাংলা সিরিয়ালের সংখ্যা। বিগত কয়েক বছরে এমন বহু সিরিয়াল এসেছে যেগুলি মানুষের মনে দাগ কেটে গিয়েছে তো আবার কিছু টিআরপি (Target Rating Point) কম থাকার জেরে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। তবে আজ যে সিরিয়ালটি নিয়ে কথা হবে সেটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আজ কথা হচ্ছে স্টার জলসার কথা সিরিয়াল নিয়ে। একজন হাই প্রোফাইল শেফ এবং একজন গাছ পাগল মেয়েকে নিয়ে মাসের পর মাস ধরে এগোচ্ছে ‘কথা’ সিরিয়ালের গল্প। বছরখানেক হয়ে গিয়েছে এই সিরিয়ালের পথচলা। তবে এবার এই সিরিয়ালে এমন এক মেগা ট্যুইস্ট আসতে চলেছে যে দর্শকদের চোখ কার্যত কপালে উঠেছে।
‘কথা’-এ মেগা ট্যুইস্ট
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই সিরিয়ালটিতে কী এমন মেগা ট্যুইস্ট এসেছে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। ইতিমধ্যে চ্যানেলে কথা-র আসন্ন একটি এপিসোডের প্রোমো প্রকাশ্যে এসেছে। এই প্রোমোতে দেখা যাচ্ছে, কথা আর এভি অনেকটাই কাছাকাছি এসে গিয়েছে একে অপরের। আর এর থেকেই ইতিমধ্যে দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন দর্শকরা। তাহলে কি এবার দুজনের মধ্যে নতুন অতিথি আসছে? অন্তত প্রোমো দেখে তেমনটাই মনে করছেন ধারাবাহিক প্রেমীরা।
নতুন অতিথি আসছে কথা-এভির মাঝে?
এমনিতে দেখা যাচ্ছে, একটু একটু করে কথা-র প্রেমে পড়ে যাচ্ছে এভি। অথচ সে নিজের প্রেমের স্বীকারোক্তি এখনও অবধি করে ওঠেনি। এদিকে এভিকে যেনতেন প্রকারে কোনও বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে কথা। একপ্রকার দুজনের রসায়ন পর্দায় একদম মাখোমাখো।
যাইহোক নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, কল্পতরু উৎসবে এভিকে জোর করে নিয়ে আসে কথা। নিজের মনের ইচ্ছা ভগবানের কাছে জানাতে বলে। কিন্তু রাজি হয় না এভি। এদিকে বাড়ির সবাই তাকে বলে, এবার কথা-এভির ঘরে যেন সন্তান আসে এমনটাই চাইতে ভগবানের কাছে। এই কথা শুনে রেগে আগুন এভি। কিন্তু দু’জনের হয়েই মানত করতে যায় কথা। ভগবানের কাছে কী চায় সে? জানতে দেখুন ‘কথা’।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |