পার্থ সারথি মান্নাঃ দেশের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) প্রায় সর্বদাই চর্চায় রয়েছেন। বয়স ৬০ পেরোলেও নীতা অম্বানিকে দেখা সেটা বলে বেশ মুশকিল। যেমন চেহারার জেল্লা, তেমনি তার ফ্যাশন সেন্স। মাঝে মধ্যেই এলাহী দামের ব্যাগের জেরে শিরোনামে উঠে আসতে দেখা যায় আম্বানি পত্নীকে। সম্প্রতি আবারও তেমনটি হয়েছে।
ব্যাগের জেরে শিরোনামে নীতা আম্বানি
সম্প্রতি টিরা বিউটির একটি ইভেন্টে হাজির হয়েছিলেন নীতা আম্বানি। একইসাথে ছিলেন মেয়ে ঈশা আম্বানিও। সেখানেই আম্বানি পত্নী বাকিদের টেক্কা দিয়ে নজর করেছেন নিজের বিচিত্র ডিজাইনার ব্যাগের কারণে। আসলে দূর থেকে দেখে তার বাগটিকে পপকর্ণ বাকেট ভেবেও ভুল করা যেতেই পারে। তবে তার দাম শুনলেই মাথা খারাপ হয়ে যেতে পারে যে কারোর!
ব্যাগটির দাম
নীতার সাথে থাকা পপকর্ণ বাকেট শেপের ব্যাগটি শ্যানেল কোম্পানির। নিচের দিকে সাদাকালো ডিজনীন আর উপরে পপকর্ণের বদলে একঝাঁক মুক্ত। লাক্সারি ব্র্যান্ডের এই ব্যাগের দামই নাকি ২৪ লক্ষ টাকা। কি অবাক হলেন তো? তবে যেটা দেখছেন সেটা কিন্তু একেবারেই ঠিক দেখলেন। অবশ্য মেয়ে ঈশা আম্বানির হাতেও ছিল অত্যন্ত দামি একটি ব্যাগ। জানলে অবাক হবেন ইশার কাছে থাকা বাগড়ির নাম জাস্ট ফর ইউ বো সিলভার। যেটার বর্তমানে দাম প্রায় ৫,০৬.,০০০ টাকা।
সাজেও নজর কাড়ল মা-মেয়ে
শুধুই যে ব্যাগ চর্চায় তা কিন্তু একেবারেই নয়! নীতা আম্বানির ফ্যাশন সেন্সেরও ব্যাপক প্রশংসা করেছেন নেটিজেনরা। এদিন তাঁর পরনে ছিল প্লাঙ্ক প্যান্ট ও সাদা কালো স্ট্রাইপের একটি জামা। এদিকে মেয়ে ইশার পরনে ছিল জর্জিও আরমানি ল্যাভেন্ডার স্যুট।
প্রসঙ্গত, নীতা আম্বানির কালেকশনে এমন একাধিক জিনিস রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। যেমন একটি রুবি লাগানো একটি আইফোন রয়েছে যার দামই প্রায় ৩৯৬ কোটি টাকা। এছাড়া একটি কুমিরের চামড়ার তৈরি ব্যাগ রয়েছে যার দাম প্রায় ২.৬ কোটি টাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |