Indiahood-nabobarsho

১৩ বছরে সব সিনেমা ফ্লপ! তাও ক্যাটরিনা, দীপিকাকে পিছনে ফেলে সবথেকে ধনী অভিনেত্রী ইনি

Published on:

juhi chawla

সহেলি মিত্র, কলকাতা: রুপোলী পর্দার চাকচিক্য থেকে দূরে থাকা মোটেও সহজ কাজ নয়। সে বলিউড হোক বা টলিউড, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মোটেও সহজ কাজ নয়। বিশেষ করে অভিনেত্রীদের। এখনো অবধি মনে করা হয় বিয়ে বা সন্তান হয়ে যাওয়া মানেই একটি অভিনেত্রী কেরিয়ার শেষ হয়ে যাওয়া, শুধুমাত্র তাই নয় মাঝে কিছু ছবি বা সিরিয়াল না করলে সেই অভিনেত্রী কেরিয়ার একপ্রকার শেষের পর্যায়ে চলে যায় বলে মনে করা হয়। তবে আজ বলিউডের এমন এক অভিনেত্রী সম্পর্কে আপনাদের তথ্য দেওয়া হবে যে কিনা বেশ কিছু বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে সরে থাকলেও বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সম্পত্তির নিরিখে পিছনে ফেলে দিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চলচ্চিত্র জগতে সাফল্যের উপর অর্থ নির্ভর করে। তবে, গত দুই বছর ধরে বড় পর্দা থেকে দূরে থাকা সত্ত্বেও, ভারতের এই অভিনেত্রী সবচেয়ে ধনী মহিলা অভিনেত্রী হিসেবে শিরোনামে উঠে এসেছেন। বাস্তবে, তার চলচ্চিত্রের জন্য নয়, বরং তার অসাধারণ সম্পদের জন্য, তিনি তার মোট সম্পদের দিক থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনকেও ছাড়িয়ে গেছেন।

ইনি হলেন ভারতের সবথেকে ধনী অভিনেত্রী

আজ কথা হচ্ছে, নব্বইয়ের দশকের বহু পুরুষের বুকে ঝড় তোলা অভিনেত্রী জুহি চাওলাকে নিয়ে। হুরুন রিচ লিস্ট ২০২৪ অনুসারে, জুহি চাওলা ৪,৬০০ কোটি টাকার বিশাল সম্পদের মালিক হয়ে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর এবং অন্যান্যদের পিছনে ফেলে দিয়েছেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জুহি যদিও হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, বেশিরভাগই ক্যামিও চরিত্রে, তার প্রাথমিক আয় কেবল চলচ্চিত্র থেকে নয়। তার সম্পদের উৎস তার স্মার্ট ব্যবসায়িক উদ্যোগ, একটি ক্রিকেট দলের অংশীদারিত্ব এবং অন্যান্য লাভজনক রিয়েল এস্টেট বিনিয়োগ।

কেমন ছিল অভিনেত্রীর সিনেমার কেরিয়ার? | Juhi Chawla’s Career |

১৯৮৪ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতা জেতার পর জুহি চাওলা ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ১৯ বছর বয়সে ১৯৮৬ সালে হিন্দি ছবি “সলতানত”-এ অল্প সময়ের জন্য অভিনয় করার মাধ্যমে অভিনয় দুনিয়ায় হাতেখড়ি হয়। এরপর তিনি আমির খানের সাথে কেয়ামত সে কেয়ামত তক (1988) হিট ফিল্ম দিয়ে খ্যাতি অর্জন করেন এবং সেরা মহিলা ডেবিউটেন্ট-এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর তিনি হাম হ্যায় রাহি প্যায়ার কে (1993), দার (1993), ইয়েস বস (1997), ইশক (1997), বোল রাধা বোল (1992), রাজু বান গয়া জেন্টলম্যান (1992), লাভ লাভ লাভ (1989), 1997 সহ তার সর্বকালের হিট কিছুতে অভিনয় করেছিলেন।

অভিনেত্রীর বিনিয়োগ

জুহি শাহরুখ খান এবং তার স্বামী জয় মেহতার সাথে আইপিএল দল, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর সহ-মালিক। তিনি ৭৫.০৯ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৬২৩ কোটি দিয়ে দলটি কিনেছেন বলে জানা গেছে। ফোর্বসের মতে, কেকেআর দলের বর্তমান মূল্যায়ন ১.১ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৯,১৩৯ কোটি টাকা।

আরও পড়ুনঃ বাণিজ্যের ইতি দুই দেশের! পাকিস্তান থেকে ভারতে কী কী আমদানি ও রপ্তানি হয়? দেখুন তালিকা

শুধু কেকেআর দলই নয়, তিনি তার দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খানের সাথেও সহযোগিতা করেছিলেন এবং তাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, রেড চিলিজ গ্রুপের সহ-প্রতিষ্ঠা করেছিলেন। রিপোর্ট অনুসারে, এর পাশাপাশি, তার স্বামীর মেহতা গ্রুপের অংশ সৌরাষ্ট্র সিমেন্ট লিমিটেডে তার ০.০৭ শতাংশের একটি ছোট শেয়ার রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group