ফটোগ্রাফারের কারণে Youtuber কিরণ দত্তের জীবনে ঝড়! উঠল নারী নিগ্রহের অভিযোগ

Published on:

youtuber the bong guy kiran dutta

শ্বেতা মিত্র, কলকাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে বাংলা। শুধু তাই নয়, জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাতেও অশান্ত বাংলা। মহিলাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন বাংলার মানুষ। তবে এবার শিরোনামে উঠে এলেন কিরণ দত্ত ওরফে বং গাই। জানা গিয়েছে, এবার তাঁর ফটোগ্রাফারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুললেন শাসক দল তৃণমূলের এক নেতা। স্বাভাবিকভাবেই বাংলার প্রথম সারির একজন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এহেন অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্রই।

ঘটনাটা কী?

WhatsApp Community Join Now

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ঘটনাটা ঠিক কী? তাহলে জানিয়ে রাখি, সম্প্রতি তৃণমূলের আইটি সেলের নেতা নীলাঞ্জন দাস নিজের এক্স হ্যান্ডেলে কয়েকটি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন। সেইসনহে বং গাই-রও একটি ছবি পোস্ট করেন। সেইসঙ্গে ক্যাপশনে শাসক নেতা লেখেন, The Bong Guy তার অভ্যন্তরীণ বৃত্তে একজন নিগ্রহকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। কিরণ দত্তের ফটোগ্রাফার প্রিন্সলি শায়নের বিরুদ্ধে ইনস্টাগ্রামে মেয়েদের অশ্লীল, ইঙ্গিতপূর্ণ টেক্সট পাঠানোর অভিযোগ রয়েছে। এই ‘শিকারী’ আবার জাস্টিস ফর তিলোত্তমা আন্দোলনের একটি অংশ ছিল। এহেন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সব জায়গায়।

প্রতিক্রিয়া নেটিজেনদের

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। পোস্টের কমেন্ট বক্সে একজন বং গাইকে মেনশন করে লিখেছেন, কোনো জবাব আছে? অন্য একজন লিখেছেন, ‘অবাক হলাম না।’ আরেকজন লেখেন, ‘আন্দোলনকারীদের চেহারা যদি এমন হয় তাহলে সেটা সত্যিই চিন্তার।’ যদিও এখনো অবধি কিরণ দত্তের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

সঙ্গে থাকুন ➥