ফোন করার মতো পয়সা ছিল না, অমিতাভ বচ্চনের কাছে ধার চেয়েছিলেন রতন টাটা

Published on:

amitabh ratan tata

শ্বেতা মিত্র, মুম্বইঃ ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটার (Ratan Tata) মৃত্যুকে কেন্দ্র করে সকলের মধ্যে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে। তাঁর এহেন আকস্মিক চলে যাওয়াকে কেউই বিশ্বাস করতে পারছেন না। যাইহোক, এদিকে রতন টাটাকে নিয়ে নতুন করে স্মৃতিচারণ করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। আর অভিনেতা যা জানালেন তা শুনে চমকে গিয়েছেন সকলে। অমিতাভ জানিয়েছেন, যে একবার রতন টাটার কাছে টাকা ছিল না, সে কারণে অমিতাভের কাছে অবধি ধার চেয়েছিলেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অমিতাভের কাছে টাকা চেয়েছিলেন রতন টাটা

আসলে অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-তে রতন টাটার সঙ্গে কাটানো একটি মুহূর্ত স্মরণ করেছেন। তিনি জানান, রতন টাটা একবার বিনা দ্বিধায় তাঁর কাছে টাকা চেয়েছিলেন। তিনি বোমান ইরানি এবং ফারাহ খানের সামনে রতন টাটা সম্পর্কিত এই গল্পটি বর্ণনা করেছিলেন, যা সকলকে রীতিমতো চমকে দিয়েছে। ইতিমধ্যে কেবিসির একটি বিশেষ প্রোমো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আর এই প্রোমো অবাক করে দিয়েছে সকলকে।

প্রোমোতে অমিতাভকে বলতে শোনা যায়, ‘একবার আমরা দুজন একই ফ্লাইটে ছিলাম। আমরা হিথ্রো এয়ারপোর্টে নামলাম। নেমে দেখি রতন টাটাও সেখানে দাঁড়িয়ে আছেন। তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কাউকে আসতে দেখি না।’ তিনি আরও বলেন, এরপরে যা ঘটেছিল তা এমন একটি মুহূর্ত যা অমিতাভ বলেছিলেন যে তিনি কখনই ভুলবেন না। অমিতাভ জানান, ‘কিছুক্ষণ পর রতন টাটা আমার কাছে এসে বলে, ‘অমিতাভ, আমি কি তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারি? ফোন করার মতো পয়সা নেই আমার কাছে’ রতন টাটার মতো বড় ব্যবসায়ী এত সরল আচরণ করায় অমিতাভ বিস্ময় প্রকাশ করেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৯ অক্টোবর প্রয়াত হন রতন টাটা

গত ৯ অক্টোবর মারা যান রতন টাটা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। রতন টাটা অনেকের উপর গভীর প্রভাব ফেলেছেন এবং তাঁর নম্রতা তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং আচরণের মাধ্যমে ব্যবসায়িক জগতের বাইরেও প্রসারিত হয়েছে। তিনি দুই দশক ধরে টাটা গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group