ছক্কা হাঁকালো পরশুরাম, কোথায় পরিণীতা-জগদ্ধাত্রী? এবারের TRP তালিকায় সব ওলটপালট

Published:

Updated:

Bengali Serial TRP List Parashuram Ajker Nayok becomes Bengal Topper
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সারা সপ্তাহ ধরে জি বাংলা ও ষ্টার জলসার পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হয় তার অগ্নিপরীক্ষার ফলাফল সামনে আসে আজ অর্থাৎ বৃহস্পতিবারে। হ্যাঁ ঠিকই ধরেছেন টার্গেট রেটিং পয়েন্ট বা TRP এর কথাই বলছি। পছন্দের মেগা কত নাম্বার পেল আর সেরা দশের কোথায় জায়গা পেল সেটা জানার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন সকলেই। আর এবার প্রকাশ্যে এল এসপ্তাহের টিআরপি লিস্ট (TRP List)। কে হল কে হল বেঙ্গল টপার, কারা থাকল সেরা দশে? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

কে হল নতুন বেঙ্গল টপার? | TRP Topper of This Week!

মাঝে প্রায় মাস দুয়েক মত বেঙ্গল টপারের খেতাব উঠেছিল ‘পরিণীতা’ ধারাবাহিকের মাথায়। তবে গত সপ্তাহেই ঘুরে গেছে খেলা। সবাইকে চমকে দুর্দান্ত পর্বের জেরে বাংলার সেরা সিরিয়ালের তকমা ছিনিয়ে নিয়েছিল ষ্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হল না। ফের একবার ৬.৪ পয়েন্ট সহ সেরার সিংহাসনে পরশুরাম। তাহলে কোথায় জগদ্ধাত্রী, ফুলকি ও পরিণীতা?

এসপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

সদ্য প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী একটুর জন্য প্রথম স্থান হারিয়েছে দুই মেগা। একটি পরিণীতা ও আরেকটি জগদ্ধাত্রী। দুজনেই এসপ্তাহে ৬.২ পয়েন্ট পেয়েছে। এর পর সামান্য নাম্বারের ব্যবধানে ৬.১ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। চতুর্থ স্থানে রয়েছে ফুলকি ও রোহিত স্যারের জুটি, তাদের ঝুলিতে এসেছে ৬.০ পয়েন্ট। আর পঞ্চম স্থানে রয়েছে গৃহপ্রবেশ, পেয়েছে ৫.৩ পয়েন্ট। তাহলে সেরা দশে রইল কারা? চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট সহ তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

পরশুরাম আজকের নায়ক – ৬.৪
পরিণীতা, জগদ্ধাত্রী – ৬.২
রাঙ্গামতি তীরন্দাজ – ৬.১
ফুলকি – ৬.০

গৃহপ্রবেশ – ৫.৩

চিরসখা – ৫.১
কোন গোপনে মন ভেসেছে, কথা, চিরদিনই তুমি যে আমার – ৪.৯
রোশনাই – ৪.১
মিত্তির বাড়ি – ৩.৮
গীতা LLB – ৩.৭

আরও পড়ুনঃ সোনার দাম নিয়ে দুঃসংবাদ, চাপ ফেলছে রুপোও! আজকের রেট

সিরিয়াল ছাড়াও রিয়ালিটি শো দেখতে ভারী পছন্দ বাঙালি দর্শকদের। তাই ষ্টার জলসা থেকে জি বাংলার পর্দায় নানা অনুষ্ঠান দেখা মাস্ট। আর এসপ্তাহে এই নন ফিকশন রিয়ালিটি শো দিদি নাম্বার ১ সানডে ধামাকা পেয়েছে ৪.৬ পয়েন্ট। অন্যদিকে ডান্স বাংলা ডান্স পেয়েছে ৩.২ পয়েন্ট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join