TRP-তে ৩-এ এসেও খুশি নন ‘পরিণীতা’-র উদয়প্রতাপ, কারণ জানালেন রায়ান

Published on:

parineeta zee bangla serial trp

শ্বেতা মিত্র, কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে বাংলা সিরিয়ালগুলির টিআরপি (Target rating point) লিস্ট। আর প্রতিবারের মতো এবারও চমক দিয়েছে বাংলা সিরিয়ালগুলির। নতুন করে ওলোটপালট হয়ে গিয়েছে বাংলা সিরিয়ালগুলির TRP। কিন্তু বেশি চমক দিয়েছে জি বাংলায় সদ্য শুরু হওয়া ‘পরিণীতা’ সিরিয়ালটি। এক ধাক্কায় টপ ৩- এ জায়গা করে নিয়েছে নতুন এই মেগাটি। স্বাভাবিকভাবেই এহেন খবরে খুশির হাওয়া বইছে সকলের মধ্যে। তবে ‘খুশি’ নন নায়ক উদয়প্রতাপ। হ্যাঁ ঠিকই শুনেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই সেই কথা জানিয়েছেন সকলকে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

TRP তালিকায় বিরাট চমক পরিণীতার

গতকাল লক্ষ্মীবারেই প্রকাশ্যে এসেছে বাংলা সিরিয়ালগুলির টিআরপি চার্ট। আর এই চার্ট দেখে যথারীতি চোখ কপালে উঠেছে সিরিয়ালপ্রেমীদের। পরিণীতার নম্বর দেখে বেশি অবাক হয়েছেন সকলেম এই সিরিয়ালের হাত ধরে লিড হিসাবে ফিরেছেন উদয় প্রতাপ সিং। বিপরীতে রয়েছেন নবাগতা ঈশানি। রুবেল আর পল্লবীর ফেলে যাওয়া জায়গা অর্থাৎ নিম ফুলের জায়গায় দখল নিতে আদৌ কি পারবেন উদয়-ঈশানি, এই প্রশ্নই ছিল সকলের মনে। এরপর রেজাল্ট প্রকাশ্যে আসতেই আকাশ থেকে পড়লেন সকলে। শুরুর সপ্তাহেই এই মেগা টিআরপি তালিকায় ৩ নম্বর স্থানে। প্রাপ্ত রেটিং ৬.৭। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে এই সাফল্য নিয়ে ভিন্ন সুর শোনা গেল অভিনেতার গলায়। সেরা তিনে জায়গা পেয়েও কেন খুশি নন ‘রায়ান’। জেনে নিন কী বলছেন উদয়।

সেরা ৩-এ এসেও খুশি নন উদয়!

তিনি জানান, ‘খুব ভালো লাগছে। প্রথম সপ্তাহের বিচারে যথেষ্ট ভালো টিআরপি। ৬.৭ কতটা ভালো সেই নিয়ে আমার আইডিয়া নেই, তবে চ্যানেলের তরফে সকলে খুশি। এটা ভালো শুরু, সবে প্রথম সপ্তাহ। এখনও অনেকটা পথচলা বাকি। এখনই ওত্তো খুশি হচ্ছি না। কারণ একটা টার্গেট অ্যাচিভ করা সহজ, কিন্তু সেটা ধরে রাখা বেশি চ্যালেঞ্জিং। চেষ্টা করব যাতে ধারবাহিকভাবে আমরা ভালো পারফর্ম করতে পারি। সেই কারণেই নট দ্যট হ্যাপি, আমি নিউট্রাল’।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে ট্রোল হওয়া নিয়েও অভিনেতা জানালেন, ‘ইতিবাচক-নেতিবাচক দুইরকম প্রতিক্রিয়া পাওয়াটাই স্বাভাবিক। সবাইকে খুশি করা তো সম্ভব নয়। কিন্তু আশা করব, বেশি লোকজন ভালো বলুক। যাতে শো-টা লম্বা চলে। তবে রি-অ্যাকশন আসতে থাকুক, খারাপ লাগলে দর্শক সেটাও বলুক। আমার হাতে তো সবটা নেই। আমার হাতে আছে ১৪ ঘণ্টা ধরে পরিশ্রম করা, নিজের সেরাটা দেওয়া। সেটাই চেষ্টা করছি’।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group