ফাঁড়া কাটল পবনদীপের! ICU থেকে মুক্তি, কবে দ্বিতীয় অস্ত্রোপচার?

Published on:

Pawandeep Rajan

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ইন্ডিয়ান আইডল সিজন ১২’- এর বিজেতা হিসেবেই খ্যাতির শিরোনামে পৌঁছেছিল পবনদীপ রাজন (Pawandeep Rajan)। গানের রিয়ালিটি শোয়ে তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মেতে উঠেছিল কাশ্মীর টু কন্যাকুমারী। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু গত কয়েকদিন ধরেই ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক পবনদীপ রাজনের শারীরিক অবস্থা নিয়ে নানা খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে সড়ক দুর্ঘটনায় সংকটজনক অবস্থায় এইমুহুর্তে হাসপাতালে ভর্তি তিনি। উদ্বিগ্ন অনুরাগীরাও।

ঘটনাটি কী?

জানা গিয়েছে, গত সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী পবনদীপ রাজন। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার। সারা শরীরে একাধিক হাড় ভেঙে গিয়েছিল পবনের। সঙ্গে চোট-আঘাত তো ছিলই। ইতিমধ্যেই একটি অস্ত্রোপচার হয়েছে। গায়ককে রাখা হয়েছিল আইসিইউ-তে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অনেকটাই সুস্থ পবনদীপ

এই ভয়ংকর দুর্ঘটনার পরে প্রায় ৬ ঘণ্টা ধরে প্রথম অপারেশন শুরু হয়েছিল পবনদীপ রাজনের। তবে চিকিৎসকরা জানিয়েছেন পবনের অস্ত্রোপচার সফল হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে ডাক্তারদের কড়া নজরে। তবে দ্বিতীয় অস্ত্রোপচার খুব শীঘ্রই হতে চলেছে তাঁর। এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন থেকে চারদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপর ফের অস্ত্রোপচার হবে তাঁর। এখন সে অনেকটাই বিপদমুক্ত। স্বাভাবিকভাবেই গায়কের পরিবার ও অনুরাগীরা বেশ দুশ্চিন্তায় ছিলেন। তবে এই সংবাদ অনেকটাই স্বস্তি প্রদান করেছে তাঁদের।

অনুরাগীদের জন্য বিবৃতি

সম্প্রতি, গায়ক পবনদীপ রাজন এর পক্ষ থেকে অনুরাগীদের জন্য একটি ধন্যবাদ বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা ছিল, “পবনের দুর্ঘটনার পর থেকে আপনারা সারাক্ষণ ওঁকে ঘিরে আছেন। প্রার্থনা জানাচ্ছেন প্রতি মুহূর্তে। আপনাদের শুভেচ্ছা, ভালবাসা, আশীর্বাদেই পবন দ্রুত সুস্থ হয়ে উঠছে। আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ।” এদিকে বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন বিশেষ বন্ধু অরুণিতা কাঞ্জিলালও। তিনিও নিয়মিত খবর নিচ্ছেন পবনের।

 

View this post on Instagram

 

A post shared by Govind Digari (@govinddigari)

ওইদিন দুর্ঘটনার পর শোনা গিয়েছিল যে, অহমদাবাদে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল পবনের। তাই সেই কারণে তড়িঘড়ি যোগ দিতে বিমান ধরতে যাচ্ছিলেন পবন। তাতেই ঘটে বিপত্তি। এদিকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল গাড়ি। সামনে ছিল ট্রাক সেখানেই সজোরে ধাক্কা লাগে। চালক-সহ দু’জন যাত্রী গুরুতর আহত হন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group