প্রীতি পোদ্দার: বর্তমানে বিনোদন জগতেও যেন ভাটার ছায়া দেখা গিয়েছে। কারণ এখনকার দিনে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে কোনও সিরিয়ালের মেয়াদ তিন মাস তো কোনও সিরিয়ালের মেয়াদ আবার আট মাস হয়ে গিয়েছে। তবে এই স্বল্পমেয়াদি অস্তিত্ব থাকার পিছনে একমাত্র দায়ী TRP। তাইতো প্রতি সপ্তাহে লক্ষ্মীবার আসলেই সকলের প্রেসার যেন হাই হয়ে যায়। কোন ধারাবাহিক কাকে টপকালো অথবা কে হল বেঙ্গল টপার তা জানার জন্য সকলেই উৎসুক হয়ে ওঠে।
একদিকে আরজি কর কাণ্ড অন্যদিকে সামনেই দুর্গাপূজা, আর এই দুইয়ের প্রভাবে বাংলা টেলিভিশনে ধারাবাহিকগুলির রেটিং একদম নিম্নমুখী। তবুও সেই নিম্নমুখী রেটিং নিয়ে সবচেয়ে বেশি নম্বর নিয়ে এবার বেঙ্গল টপার হল ফুলকি। ৭.৩ নম্বর নিয়ে সেরার সেরা হল এই ধারাবাহিক। তবে জি বাংলার অন্যতম ধারাবাহিক নিম ফুলের মধু- কে টপকে এবার দ্বিতীয় স্থানে উঠে এল আরেক ধারাবাহিক। আর সেটি হল গীতা এলএলবি। ৭.১ নম্বর নিয়ে দ্বিতীয়তে এবার স্টার জলসা। অন্যদিকে নিম ফুলের মধু এবং কথা যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করল।
জগদ্ধাত্রীতে নয়া প্রোমো
পঞ্চমে আবার নাম লিখিয়েছে একেবারে ৩ টে ধারাবাহিক। জি বাংলার জগদ্ধাত্রী এবং স্টার জলসার উড়ান ও শুভ বিবাহ। ৬.২ নম্বর নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল এই ৩ ধারাবাহিক। তবে জগদ্ধাত্রী ধারাবাহিকে গল্পের টুইস্ট আসতে চলেছে। সম্প্রতি একটি প্রমোতে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা জগদ্ধাত্রী বড়দিকে বাঁচাতে গিয়ে বিয়ের আসরেই পড়বে চরম বিপাকে। শেষে কি মাতৃত্বের সুখ থেকেই বঞ্চিত হবে? আর এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া দর্শকরা।
এক নজরে TRP-র সেরা ১০ এর তালিকা
- প্রথম- ফুলকি ৭.৩
- দ্বিতীয়- গীতা এলএলবি (৭.১)
- তৃতীয়- নিম ফুলের মধু (৬.৮)
- চতুর্থ- কথা (৬.৪)
- পঞ্চম- জগদ্ধাত্রী/ উড়ান/ শুভ বিবাহ (৬.২)
- ষষ্ঠ- কোন গোপনে মন ভেসেছে / রোশনাই (৬.১)
- সপ্তম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৪৫ মিনিট) (৫.২)
- অষ্টম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.০)
- নবম- বঁধুয়া/ মিঠিঝোরা (৪৫ মিনিট) (৪.৯)
- দশম- কে প্রথম কাছে এসেছি (৪.৪)
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |