সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বিনোদন জগতে শোকের ছায়া। বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ শেষ নিশ্বাস ত্যাগ (Satish Shah Death) করলেন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর। অজস্র হিন্দি ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু জনি লিভার। দীর্ঘ ৪০ বছরের বন্ধুকে হারিয়ে অভিনেতা কার্যত দুঃখে ভেঙে পড়েছে। এমনকি বলিউড ইন্ডাস্ট্রিও শোকস্তব্ধ।
উল্লেখ্য, দীপাবলির দিনই প্রাণ গিয়েছে জনপ্রিয় অভিনেতা গোবর্ধন আসরানির। তারপর পীযূষ পান্ডের প্রয়াণের রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলে ফের নক্ষত্রপতন। মূলত ভারতীয়দের কাছে তিনি ‘সারাভাই’ বলেই পরিচিত। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। আজ দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
জানা গিয়েছে, তাঁর মৃতদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে। রবিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় ৪ দশকের বেশি সময় ধরে দীর্ঘ কেরিয়ারে সতীশ শাহ চলচ্চিত্র এবং টেলিভিশন উভয় ক্ষেত্রেই প্রচুর ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৩ সালে ব্যাঙ্গাত্মক ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ ছবির মাধ্যমে তিনি অভিনয়ের জন্য কাল্ট মর্যাদা অর্জন করেছিলেন। এমনকি সূক্ষ্মতার সঙ্গে একাধিক চরিত্রে অভিনয় করাতেও তার জুড়িমেলা ভার ছিল।
আরও পড়ুনঃ শত অপবাদের মুখাগ্নি! ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতকে জয়ের স্বাদ দিল রোহিত, বিরাট
তাঁর ফিল্মের ঝুড়িতে রয়েছে ‘হাম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হুন না’, ‘কাল হো না হো’, ‘কভি হ্যান কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এর মতো সব হিট ছবি, যা এখনও পর্যন্ত দর্শকদের মধ্যে আগের মতোই জনপ্রিয়। তবে অভিনেতার আকস্মিক মৃত্যুতে গোটা বিনোদন জগতের এক সোনালী যুগের অবসান ঘটল, তা বলার অপেক্ষা রাখে না।












