দশমীতেও ‘রক্তবীজ ২’-কে টেক্কা, রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন কত?

Published:

Raghu Dakat Box Office Collection
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ওস্তাদের মার শেষ রাতে, আর এই কথাটা ফের একবার প্রমাণ করলেন টলিউড সুপারস্টার দেব। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat Box Office Collection)। দুর্গাপুজোর আবহে এই সিনেমার মুক্তি নিয়ে অনেকেই মুখিয়ে ছিলেন। এদিকে একইসঙ্গে আবার মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ ২’। মুক্তির পর থেকে দেবের রঘু ডাকাতকে বেশ টক্কর দিচ্ছিল সিনেমাটি। তবে দশমীতে বিরাট চমক দিল ‘রঘু ডাকাত।’

রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন

সিনেমা মুক্তির পর থেকেই হলমুখী হয়েছেন বহু দর্শক। বিগত ৭ দিনে রক্তবিজ ২-এর তুলনায় রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন হু হু করে বাড়ছে। এদিকে গতকাল ছিল দশমীর। আর দশমীর দিনেও ব্যাপক আয় করেছে দেবের রঘু ডাকাত। নিশা ভাবছেন একদিনে কত কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি? এই বিষয়ে বড় তথা দিয়েছে sacnilk.com। এর ডেটা অনুসারে অষ্টমীর দিন রঘু ডাকাতের টিকিট বিক্রির পরিমাণ ছিল ১ কোটি ৭ লক্ষর আশেপাশে। নবমীতে তা দাঁড়ায় ১ কোটি ২ লাখ। দশমীর দিনও সেই একই ট্রেন্ড বজায় ছিল। অষ্টমী থেকে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবির আয় ১ কোটির গণ্ডি পার করে ফেলেছে। এর অর্থাৎ এটা দাঁড়ায় যে  পরপর তিন-দিন কোটির ঘরে রঘু ডাকাত। মুক্তির পর থেকে সব মিলিয়ে এখনো অবধি ৫ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি।

রক্তবীজ ২ এর বক্স অফিস কালেকশন

এবার আসা যাক রক্তবীজ ২-এর বক্স অফিস কালেকশনের ব্যাপারে। sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী, উইন্ডোজের ছবির রক্তবীজ ২ দশমীর দিনে ৫৫ লক্ষ টাকার আশেপাশে আয় করেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ছবির ব্যবসার পরিমাণ ২ কোটি ৭০ লক্ষ টাকা। অর্থাৎ রঘু ডাকাতের ধারে কাছে ঘেঁষতে পারেনি শিবপ্রসাদ-নন্দিতার সিনেমাটি।

সকলে একদিকে যখন রক্তবিজ ২ এবং রঘু ডাকাত নিয়ে আলোচনা করতে ব্যস্ত অপরদিকে পুজোর সময় মুক্তি পাওয়া আরও দুটি সিনেমা বেশ ভালই ফল করছে বক্স অফিসে। শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরাণী’ এবং অনীক দত্তর ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিদুটোকে নিয়ে অনেকেই আলোচনা করছেন। যত কাণ্ড কলকাতায় দর্শক মনে জায়গা পেয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join