সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মরসুমে মুক্তি পেয়েছে দুই বাংলা ছবি ‘রঘু ডাকাত’ এবং ‘রক্তবীজ ২’ (Raghu Dakat vs Raktabeej 2)। তবে মুক্তি পাওয়ার দিন থেকেই এই দুই সিনেমার মধ্যে হাই ভোল্টেজ সংঘর্ষ দেখা যাচ্ছে। উৎসবের উন্মাদনার মধ্যে দর্শকদের সিনেমা হলে ভিড় আর বক্স অফিসের লড়াই তো চলছেই। গত বছর দুর্গাপুজোর সময় ‘টেক্কা’ বনাম ‘বহুরূপী’ সংঘর্ষের পর এবার দেব এবং আবির চ্যাটার্জী আবারও আলোচনার শিরোনামে। কারণ এবার ‘রঘু ডাকাত’ বনাম ‘রক্তবীজ ২’ এর সংঘর্ষ চলছে বাংলার প্রেক্ষাগৃহগুলিতে।
প্রসঙ্গত, এই সংঘর্ষকে আরও রোমাঞ্চকর করে তুলছে সিনেমাদুটির বিপরীত স্বাদ। ‘রক্তবীজ ২’-তে যেখানে সমসাময়িক ট্রেলারের ঢেউ, সেখানে ‘রঘু ডাকাত’-এ ইতিহাসের ছোঁয়া। তবে আজ পঞ্চম তম দিনে কে কাকে টেক্কা দিল? দেব নাকি আবির চ্যাটার্জী, বক্স অফিস কালেকশনে কে এগিয়ে গেল? চলুন একটু খতিয়ে দেখি আজকের এই প্রতিবেদনে।
সদ্য ‘ধুমকেতু’ সিনেমার সাফল্যের পর সুপারস্টার দেব এবং ধ্রুব ব্যানার্জী ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘রঘু ডাকাত’ নিয়ে আবারও বড় পর্দায় ফিরে এসেছেন। মূলত উনবিংশ শতাব্দীর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আওতায় বাংলার পটভূমিতে ছবিটিকে নির্মাণ করা হয়েছে। এই ছবিটি গত ২৫ সেপ্টেম্বর পুজো উদযাপনের ঠিক একদিন আগেই সিনেমা হলগুলিতে মুক্তি পেয়েছে। এই সিনেমাতে অভিনয় করেছে মেগাস্টার দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল এবং রূপা গাঙ্গুলি।
‘রঘু ডাকাত’-র বক্স অফিস কালেকশন
তবে মেগাস্টার দেবের এই ছবি আশানুরূপ ফলাফল দিতে পারেনি। রিপোর্ট বলছে, চতুর্থ দিন শেষ করে অর্থাৎ পঞ্চম তম দিনে এই ছবির বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন মাত্র ২.১৭ কোটি টাকা। প্রসঙ্গত, এই ছবিটির বাজেট ১২ কোটি টাকা। আর সেখানে দাঁড়িয়ে চার দিনে মাত্র ২.১৭ কোটি টাকা আয় আশানুরূপ না, তা বলা যায়। এমনকি ভারতে এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র ১.৯৫ কোটি টাকা। রিপোর্ট বলছে—
- প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার এই ছবি আয় করেছে ০.৪৫ কোটি টাকা,
- দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার আয় করেছে ০.৩৭ কোটি টাকা,
- তৃতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে ০.৫০ কোটি টাকা,
- চতুর্থ দিন অর্থাৎ রবিবার আয় করেছে ০.৬৩ কোটি টাকা।
- মোট আয় ১.৯৫ কোটি
‘রক্তবীজ ২’-র বক্স অফিস কালেকশন
অন্যদিকে ‘রক্তবীজ ২’ সিনেমাটি পূর্বসূরীর এক রোমাঞ্চকর ঘটনা নিয়েই তৈরি। জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জীর পরিচালনায় এই ছবিটিকে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছে আবির চ্যাটার্জী, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, ভিক্টর ব্যানার্জী, কৌশানী মুখার্জী এবং সীমা বিশ্বাস। এই ছবিটিও ‘রঘু ডাকাত’ ছবি মুক্তিপ্রাপ্তির দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই ছবিটির বাজেট ছিল ৪.৫ কোটি টাকা। তবে বাজেট হিসাবে এই ছবিও সেরকম একটা ফলাফল দেখাতে পারেনি। যদিও এই ছবি বলতে গেলে ‘রঘু ডাকাত’-কে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে। কারণ, আবির চ্যাটার্জী অভিনীত এই ছবি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১.২৪ কোটি টাকা আয় করে ফেলেছে, যার মধ্যে ভারতেই আয় হয়েছে ১.১১ কোটি টাকা। রিপোর্ট বলছে—
- মুক্তি পাওয়ার প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার ছবিটি আয় করেছে ০.১৫ কোটি টাকা,
- দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার ছবিটি আয় করেছে ০.২৪ কোটি টাকা,
- তৃতীয় দিন অর্থাৎ শনিবার ছবিটি আয় করেছে ০.৩৪ কোটি টাকা,
- চতুর্থ দিন অর্থাৎ রবিবার আয় করেছে ০.৩৮ কোটি টাকা।
- মোট আয় ১,১১ কোটি
আরও পড়ুনঃ “সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে!” সজলের পাশে অর্জুন সিং
মোদ্দা কথা, বক্স অফিসের রিপোর্ট বলছে, দেবের ‘রঘু ডাকাত’ আবির, মিমি ও অঙ্কুশ অভিনীত ‘রক্তবীজ ২’-এর থেকে বক্স অফিস কালেকশনে এগিয়ে রয়েছে। তবুও বাজেট হিসেবে ‘রঘু ডাকাত’-র বক্স অফিস কালেকশন মোটেও আশানুরূপ না, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।