পুষ্পা-২ এর মত বাংলা ছবি বানাবেন রাজ চক্রবর্তী, দেব বা জিৎ নয়, খুঁজছেন অন্য নায়ক

Published on:

raj chakraborty wants to make film like pushpa 2 in bengali

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতের সিনেমা হলে বর্তমানে একটাই সিনেমা রমরমিয়া চলছে। মাত্র ১১ দিনেই ১২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। যার মধ্যে ৮৮২ কোটি টাকারও বেশি আয় হয়েছে ভারতেই। আজ রবিবার রিলিজের ১১ তম দিনে এখনও পর্যন্ত ৫৭.২২ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে এবার পুষ্পা-২ নিয়ে বড়সড় মন্তব্য করলেন টালিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)।

বাংলাতেও ‘পুষ্পা ২’ এর মত ছবি করতে চান রাজ চক্রবর্তী

WhatsApp Community Join Now

এদিন সংবাদ মাধ্যমের তরফ থেকে ‘পুষ্পা ২’ এর সম্পর্কে জিজ্ঞাসা করার সময় বাংলায় এমন ধরণের ছবি তৈরী সম্ভব কি না জানতে চাওয়া হলে মুখ খোলেন রাজ চক্রবর্তী। তিনি জানান, বাংলায় পুষ্পা ২ এর মত ছবি করতে চাই, এবং আমি পারবো আমি জানি। তবে তার জন্য দুটি ক্রাইটেরিয়া আছে, একটা হল বিনিয়োগ, কারণ পুষ্পার মত ছবি তৈরির জন্য সেই লেভেলের বাজেট দরকার। আর দ্বিতীয় হল এই ছবিগুলো হিরো নির্ভর। তাই আমার একটা ভালো নায়ক চাই, যে আমার চাহিদার সাথে মিল খাবে।

বাংলার হিরোদের সম্পর্কে কি বললেন পরিচালক?

বাংলার হিরোদের সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে বাংলায় যে সমস্ত নায়কেরা বা সুপারস্টারেরা রয়েছে তারা নিজের মত করে কাজ করতে চায়। কিন্তু সমস্যা হল একে অপরকে বিশ্বাস করতে হবে। হয় আমাকে নায়ককে বিশ্বাস করতে হবে নাহলে নায়ককে আমার উপর ভরসা রাখতে হবে। পুষ্পার মত ছবি বাংলাতেও হতেই পারে তবে একটা টিম ওয়ার্ক করতে হবে।

প্রসঙ্গত, পুষ্পা নায়ক আল্লু অৰ্জুনকে গতকালই গ্রেফতার করা হয়েছিল। হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা হলে প্রমোশনে যাওয়ার সময় প্রচন্ড ভিড়ের কারণে এক মহিলা মারা যান। একই সাথে তাঁর ছেলে হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে মহিলার পরিবারের তফর থেকে মামলা করা হয় আল্লু অর্জুন, সিনেমা হলের মালিক ও নিরাপত্তার দায়িত্ত্বে থাকা লোকেদের বিরুদ্ধে। মামলাটি দ্রুত কোর্টেও ওঠে ও আল্লু অর্জুনকে জামিন দিয়ে দেওয়া হয়।

সঙ্গে থাকুন ➥
X