পার্থ সারথি মান্না, কলকাতাঃ ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম রাঙামতি তীরন্দাজ। অল্পদিন শুরু হলেও ইতিমধ্যেই সকলের বেশ মনে ধরেছে সিরিয়ালের গল্প। তবে এবার খারাপ খবর এল সিরিয়ালের সেট থেকেই। শুটিং ফ্লোরেই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর বিগত চার দিন ধরে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের অভিনেত্রী
যেমনটা জানা হচ্ছে রবিবার শুটিং ফ্লোরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ধারাবাহিকের ‘বৃন্দা’ অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপর থেকে আজ অবধি হাসপাতালেই আছেন তিনি। আজ অর্থাৎ বুধবার সকালে হাসপাতলের বেড থেকেই একটি ভিডিও ও বেশ কিছু ছবি শেয়ার করে নিজের শারীরিক সুস্থতার আপডেট শেয়ার করেছেন মধুরিমা।
হাসপাতাল থেকেই ভিডিও শেয়ার অভিনেত্রীর
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন মধুরিমা। যেখানে হুইল চেয়ারে করে লিফট থেকে নামানো থেকে হাতের স্যালাইনের জন্য করা চ্যানেল দেখা যাচ্ছে। এরপর হাসপাতালের বিছানায় কখনো বই পড়ার মুহূর্ত তো কখনো বন্ধু প্রিয়জনদের সাথে ভিডিও কলিংয়ে সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রার্থনা, ধৈর্য্য ও উন্নতি’।
স্বাভাবিকভাবেই এমন একটা খবর জানতে পাড়ার পর উদ্বিগ্ন ভক্তরা। দর্শকদের অনেকেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন ভিডিওটিতে। এছাড়া অনেকেই জিজ্ঞাসা করেছেন তাহলে কি আর তাকে সিরিয়ালে দেখা যাবে না?
কি হয়েছে মাধুরিমার?
ঠিক কি কারণে হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রীকে? এই প্রশ্নের উত্তর পেতে সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল মাধুরিমার সাথে। তখন তিনি জানান, বেশ কিছুদিন ধরেই স্ত্রী রোগজনিত সমস্যায় ভুগছেন তিনি। এরই মাঝে চলছিল টানা শুটিং। এমনকি রবিবারেও শুটিংয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানেই বাড়াবাড়ি হতে হাসপাতালে আসতে হয়। বর্তমানে সারা শরীরে মারাত্মক ব্যাথা, তাই সেরে উঠতে কিছুদিন সময় লাগবে।
View this post on Instagram
কবে সিরিয়ালে দেখা ফিরছেন পর্দার বৃন্দা?
কবে থেকে আবার অভিনেত্রীকে দেখা যাবে ধারাবাহিকে? ও প্রশ্নের উত্তরে তিনি জানান, ডাক্তারের অন্তত ১০ দিনের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাই এই মুহূর্তে শুটিং সম্ভব নয়। সুস্থ হয়ে গেলেই তিনি আবার ফিরবেন। অবশ্য এতদিন নির্মাতারা ওই জায়গা ফাঁকা রাখবেন নাকি অন্য কাউকে এন্ট্রি দেওয়া হবে সেটা নিয়ে তিনি নিশ্চিত নন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |