TRP-তে ফেল থেকে স্লট চেঞ্জ! কটাক্ষ হতেই মুখ খুললেন ‘কোন গোপনে মন ভেসেছে’র রণজয়

Published on:

ranojoy bishnu opens up about kon gopone mon bheseche serial trp

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ইতিমধ্যেই নতুন বছরের TRP List প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছুটা ওলটপালট হয়েছে! অন্যবারের তুলনায় কিছুটা নাম্বার কমেছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকের। যেখানে রাতি ৮.৩০ মিনিটের স্লটে শ্বেতা-রণজয়ের মেগা বরাবর এগিয়ে থাকলেও এবারে পিছিয়ে পড়েছে। এর পিছনে নায়কের দ্বিতীয় বিয়েকেই দায়ী করেছেন দর্শকদের অনেকে। এমনকি বিয়ের পর্ব সম্প্রচারিত হওয়ার পর থেকে নেটপাড়ায় কটাক্ষ শুরু হয়েছে।

দ্বিতীয় বিয়ে করে কটাক্ষের মুখে পর্দার ‘অনিকেত’

WhatsApp Community Join Now

দর্শকদের অনেকেই ভেবেছিলেন শেষ মুহূর্তে গিয়েও হলেও হয়তো অনিকেত ও অনন্যার বিয়েটা ভেঙে যাবে। যদিও ট্র্যাক অনুযায়ী তেমনটা হওয়ার আশা কমই ছিল। অন্তত শ্যামলীর সামনে সিঁদুরদান হবে না এটুকু ভেবেছিলেন সকলে। তবে সে গুড়ে বালি! এমন একটা পর্ব সম্প্রচার হওয়ার পরেই কি TRP-তে পতন? প্রতিক্রিয়া পেতে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সাথে।

কী বলছেন রণজয়?

অভিনেতার মতে, এই নিয়ে আমার কিছুই বলার নেই। আমাকে যেটা স্ক্রিপ্ট দেওয়া হয় আমি সেটুকুই পর্দায় ফুটিয়ে তুলি। এটা নিয়ে আমার ব্যক্তিগত কোন মতামত নেই। কারণ আমার কথা এখানে ভ্যালিডই নয়। আমার চিত্রনাট্যের উপর কোনোরকম হাত নেই। ভক্তদের খারাপ লাগলে আমি যুক্তিযুক্ত উত্তর দেবার চেষ্টা করি। তবে চিত্রনাট্যি কিভাবে এগিয়ে যাবে সেটা তো ক্রিয়েটিভ টিম সিদ্ধান্ত নেবে। তারপ পড়েছে, স্লট হারা হয়েছে সেটা খারাপ ব্যাপার। তবে ব্যক্তিগতভাবে আমি টিআরপি নিয়ে খুব একটা মাথা ঘামাই না, আজও ঘামাই নি।’

এমনকি গুড্ডির সময়েও সবটা জাস্ট শুনতাম বলেই জানালেন অভিনেতা। এরপর নেটপাড়ায় দ্বিতীয় বিয়ে দেখার পরেই অনেকে ‘লুচ্চা অনুজ’ বলে কটাক্ষ করছেন অনেকেই। এই প্রসঙ্গে রণজয় জানান, আসলে ব্যাপারটা কি বলুন তো, সিরিয়ালে নায়ক-নায়িকারা ওপেনার, কিন্তু টিম তো ১১ টা প্লেয়ারকে নিয়েই। আমাদের রাইটার, ডিরেক্টর, এডিটর সবাই আছে। তাই এত দায়িত্ব তো আমার নয়, বেশি দায়িত্ব নিলে মুশকিল হবে। ওই জন্য টিআরপি বেশি এলেও নাচানাচি করি না।

প্রসঙ্গত, ধারাবাহিকের পাশাপাশি নতুন ছবির জন্যও শুটিং শুরু করেছেন রণজয় বিষ্ণু। শুক্রবার থেকেই শুটিং শুরু করেছেন তিনি। তাই আপাতত সিরিয়াল থেকে সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত থাকবেন বলেই জানা গেল।

সঙ্গে থাকুন ➥
X