সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা ও জনপ্রিয় নায়ক বিজয় দেবরাকোন্ডা সম্পর্ক (Rashmika Vijay Engagement) নিয়ে ভক্তদের মধ্যে এমনিতেই জল্পনা তুঙ্গে ছিল। তবে সেই গুঞ্জনের ইতি টানল তারা। একে অপরের হাত ধরে নতুন জীবনের অধ্যায় পা রাখলেন জনপ্রিয় নায়ক-নায়িকা। ইতিমধ্যেই রশ্মিকা এবং বিজয় বাগদান সেরে ফেলেছেন বলে খবর।
কবে বিয়ে রশ্মিকা-বিজয়ের?
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম জল্পনা চলছিল। এমনকি শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে তাদের বাগদানের খবরও ছড়িয়ে পড়ে। তবে শনিবার সকালে বিজয়ের টিম নিজেই হিন্দুস্তান টাইমস সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, এই খবর সত্যি। বহু প্রতিক্ষার পর রশ্মিকা ও বিজয় এক হচ্ছেন। উল্লেখ্য, তাদের এনগেজমেন্টের অনুষ্ঠান ঠিক কবে, কোথায় হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু সূত্র অনুযায়ী খবর, আগামী ফেব্রুয়ারি মাসেই তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। দক্ষিণ ভারতের আচার মেনেই এই বিয়ে হবে।
সম্পর্কের সূত্রপাত Geetha Govindam দিয়ে
উল্লেখ্য, রশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প শুরু হয়েছিল ২০১৮ সালে মূলত তাদের ব্লকবাস্টার ছবি Geetha Govindam দিয়ে। তারপর ২০১৯ সালে Dear Comrade-এ তাদের কেমিস্ট্রি যেন আরও জমে ওঠে। আর সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আরও জল্পনা তুঙ্গে। যদিও দুজনই বারবার বলেছিলেন যে, তারা শুধুমাত্র বন্ধু, কোনওরকম সম্পর্ক নেই।
আরও পড়ুনঃ জাপান পেতে পারে ইতিহাসের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, কে এই সানায়ে তাকাইচি?
এদিকে গত আগস্ট মাসে তারা একসাথে নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩ তম ‘ইন্ডিয়া ডে প্যারাডে’তে নেতৃত্ব দিয়েছিলেন। আর ওই একই সময়ে দু’জনের ভ্রমণের ছবিও পাওয়া গিয়েছিল। একই রিসো, একই ব্যাকগ্রাউন্ড সবকিছু। ফলে ভক্তদের মধ্যে জল্পনা আরও বাড়ে। যদিও প্রকাশ্যে তারা কিছু বলেনি। এদিকে রশ্মিকাকে শেষবার দেখা গিয়েছিল Kuberaa ছবিতে। পাশাপাশি সামনে তাঁর আরও বড় বড় প্রজেক্ট রয়েছে। যেমন- Thamma, Cocktail 2, The Girlfriend। অন্যদিকে বিজয়কে সম্প্রতি দেখা গিয়েছিল Kingdom ছবিতে।