শ্বেতা মিত্র, কলকাতা: রাহুল মজুমদার… ছোট পর্দার এক জনপ্রিয় মুখ। শুধুমাত্র তাই নয়, সেলিব্রিটি ক্রিকেট লিগে নিজের দক্ষতা অবধি দেখিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যে স্টার জলসার (Star Jalsha) বেশ কিছু ধারাবাহিকে নিজের নজরকাড়া অভিনয়ের মাধ্যমে সকলের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছেন রাহুল। সম্প্রতি এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা অবধি হয়েছেন তিনি। তবে এবার নতুন বছরে নয়া চমক নিয়ে হাজির অভিনেতা। আপনিও জানতে ইচ্ছুক কী সেই চমক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
বড় চমক রাহুল মজুমদারের
সম্প্রতি শেষ হয়েছে হরগৌরী পাইস হোটেল। প্রথম দিকে এই মেগায় শঙ্কর অর্থাৎ লিড হিরোর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। যদিও মাঝপথে এই মেগা ছেড়ে দেন তিনি। যাইহোক, এবার ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড় পর্দায় দেখা যেতে চলেছে রাহুলকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
বড় সুখবরটি অভিনেতা নিজেই নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। এদিকে অভিনেতার নতুন পথচলায় বেজায় খুশি সকলে। সিনেমার নাম হল ‘রেশন কার্ড’। ইতিমধ্যে এর শুটিং অবধি শুরু হয়ে গিয়েছে। পরিচালনায় রয়েছেন জয়ন্ত উপাধ্যায়।
আসছে ‘রেশন কার্ড’
সিনেমার সেট থেকে অভিনেতা বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেটা দেখে বোঝাই যাচ্ছে, গ্রামের সরল জীবনযাত্রার মধ্যেও যে কত টানাপোড়েন থাকে সেই গল্পই বলবে এই ছবি। হাতে কোদাল নিয়ে পোজ দিচ্ছেন রাহুল। সঙ্গে রয়েছেন বেশ কিছু কলাকুশলি।
আরও পড়ুনঃ বিনামূল্যে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে চান? রইল ফ্রি চ্যানেল ও OTT-র হদিশ
শুধুই তাই নয়, স্থানীয় কয়েকজনকেও অভিনেতার ছবিতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, মুখ্য চরিত্রে রয়েছেন রাহুল। এছাড়াও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায়কে। ছবিতে এক আইটেম নাচে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।