কৃশানু ঘোষ, কলকাতাঃ গত কয়েকমাস ধরে বউ-ছেলেকে নিয়ে মন্নত ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছেন বলিউডের কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan)। কারণ, আগামী দুই বছরের জন্য বড়সড় সংস্কার চলছে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ। কিন্তু, শাহরুখের অবর্তমানে মন্নত এখন আশ্রয়স্থল হয়ে উঠেছে অন্য কারোর!
কে রয়েছে এখন মন্নতে?
সম্প্রতি সাগর ঠাকুর নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওতে সংস্কারের অধীনে থাকা মন্নত চোখে পড়ছে। আর সেই ‘মন্নত’-এর গেটের কাছে গুটিসুটি মেরে ঘুম দিচ্ছে একটি পথকুকুর। আর এই ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই ঝড় তুলেছে ইন্টারনেটে।
View this post on Instagram
প্রাণীটিকে বিরক্ত না করার জন্য এবং তাঁকে সেখান থেকে সরিয়ে না দেওয়ার জন্য অনেকেই শাহরুখ ও তাঁর কর্মীদের মানবিক আচরণের প্রশংসা করেছেন। এছাড়াও আরেকটি ভিডিওতে ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী সাগর দাবি করেছে, শাহরুখ খানের কর্মীরা নিয়মিত মান্নাতের কাছে থাকা সমস্ত পথকুকুরকে খাবার দেয়।
আরও পড়ুনঃ অবশেষে কাটল জট! খুব শীঘ্রই ইআরও এবং এইআরও-র ৬১০ শূন্যপদে নিয়োগ করবে নবান্ন
একদিকে পথ কুকুরদের নিয়ে সুপ্রিম রায় নিয়ে সারা দেশ জুড়ে বিক্ষোভ চলছে, সেখানে অন্যদিকে শাহরুখের মন্নতে পথকুকুরদের প্রতি এমন ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা। বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে লিজ নেওয়া মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা পালি হিলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |