‘বর্ডার ২’-এ শুভমনের প্রাক্তন প্রেমিকা? সানির সঙ্গে এবার স্ক্রিন মাতাবেন এই অভিনেত্রী

Published on:

Border 2

সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডের ইতিহাসের দেশপ্রেমী সিনেমার কথা উঠলেই বর্ডারের কথা সবার মাথায় আসে। 1997 সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমাতে সানি দেওলের অভিনয় আজও মনে গেঁথে রয়েছে সিনেমা প্রেমীদের। আর এবার সেই ছবির দ্বিতীয় পর্ব ‘বর্ডার 2’ (Border 2) নিয়ে ফিরছেন সানি! তবে তিনি একা নন। এবার তার সঙ্গে থাকছে বর্তমান প্রজন্মের বহু চেনা মুখ। আর এর মধ্যে অন্যতম হল পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা সোনম বাজওয়া।

কে এই সোনম বাজওয়া?

জানা গেল, 2013 সালে পাঞ্জাবি ছবি ‘Best of Luck’ দিয়ে সিনেমার জগতে পা রেখেছিল সোনম। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সুপারহিট সিনেমা, মিউজিক ভিডিও, জনপ্রিয় শো দিয়ে দর্শকদের মুখেই রেখেছেন। এমনকি তিনি বলিউডেও পা রেখেছেন। শোনা যাচ্ছে, তাকে এবার ‘Housefull 5’ এবং ‘Baaghi 4’-এ অভিনয় করতে দেখা যাবে।

সিনেমার জগতে পা রেখে খুব স্বল্প সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে এই নায়িকা। শুধু জনপ্রিয়তার দিক থেকে নয়, বরং আয়ের দিক থেকেও নজর কাড়ছে এই নায়িকা। জানা যাচ্ছে, তার মোট সম্পত্তি প্রায় 50 কোটিরও বেশি। এমনকি প্রতি ছবি কিছু 3 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। আর এই মুহূর্তে তিনিই সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া পাঞ্জাবি অভিনেত্রী।

বর্ডার 2-তে কোন চরিত্র দেখা যাবে তাকে?

বেশ কয়েকটি রিপোর্ট বলছে, বর্ডার 2-তে তাকে এবার দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা যাবে। জুন মাসের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু হচ্ছে বলে খবর। সানি দেওল ছাড়াও ছবিতে থাকছে বরুণ ধাওয়ান, আহান শেট্টি এবং দিলজিৎদের মতো চেনা মুখ। আর এই নয়া প্রজন্মের তারকাদের সঙ্গে সানি দেওলের অভিনয় নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ নতুন নিয়ম, ওয়েটিং লিস্টে টিকিটের সংখ্যা বেঁধে দিল রেল

রয়েছে শুভমন গিলের সঙ্গে ঘনিষ্ঠতা

তবে সোশ্যাল মিডিয়া জুড়ে বহুদিন ধরেই সোনম বাজওয়া এবং ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মনে সংশয় দেখা যাচ্ছে। একসময় তো শুভমন নিজেই সোনমের শো’তে উপস্থিত ছিলেন। আর সেখানে সাড়া আলিকে নিয়ে মজা করে মন্তব্যও করেছিলেন তিনি। যদিও পরে এক সাক্ষাৎকার তিনি বলেছেন, যে তিনি নাকি গত তিন বছর ধরে সিঙ্গেল!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥