‘আমি সম্পূর্ণ ভাবে এই দেশপ্রেমের বিরুদ্ধে!’ অপারেশন সিঁদুর নিয়ে বেফাঁস কবীর সুমন

Published on:

kabir suman operation sindoor

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় মূল নিশানা ছিলেন পর্যটকেরা। হামলার সময়, জঙ্গিরা ধর্মপরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে গুলি করেছিলেন পর্যটকদের উপর। স্ত্রী এবং সন্তানের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল হিন্দু পুরুষদের। যার ফলে কেউ হারিয়েছেন স্বামীকে, কেউ সন্তানকে। আর তাই আজ এই হামলার প্রতিবাদে গর্জে উঠল ভারতীয় সেনা। মধ্যরাতে সফল স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক পাক জঙ্গি ঘাঁটি।

‘অপারেশন সিঁদুর’ এর জয়জয়কার

ব্যাপক সাফল্য লাভ করল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। জানা গিয়েছে পহেলগাঁও হামলার ঠিক ১৫ দিনের মাথায় মঙ্গলবার রাতে পাক মদতপুষ্ট জঙ্গিঘাঁটিগুলিতে ভয়াবহ প্রত্যাঘাত হেনেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা। যার জেরে অন্তত ৮০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দেশ জুড়ে তাই আনন্দের বন্যা বইছে। জঙ্গি হামলায় নিহত পরিবারের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের কান্না। এদিকে যখন ভারতীয় সেনার এই অদম্য পদক্ষেপে সকলে জয়জয়কার করছে সেই সময় অপারেশন সিঁদুর নিয়ে উল্টো পথে হাঁটলেন কবীর সুমন।

যুদ্ধর বিরুদ্ধে কবীর সুমন

যৌনতা হোক বা রাজনীতি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে থাকেন কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক মহল নিয়েও বেশ চর্চা করতে দেখা যায় তাঁকে। এর আগে কবীর সুমন বাংলাদেশের কোটা আন্দোলন নিয়েও কোনো কিছুর তোয়াক্কা না করে একাধিক মন্তব্য করেছেন। আর এই আবহে এবার অপারেশন সিঁদুর নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ নেটিজেনরা। এদিন এক সাক্ষাৎকারে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে কবীর সুমন প্রথমেই বলেন যে, “আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। সে যুদ্ধ যেই করুক, যারাই করুক, যেভাবেই করুক, আমি যুদ্ধ বিরোধী ব্যক্তি। আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে।”

আরও পড়ুনঃ ধোঁকা দিচ্ছে চিনই! ড্রাগনের চিটিংবাজির কারণেই বারবার ল্যাজেগোবরে পাকিস্তান

অপারেশন সিঁদুর নিয়ে কবীর সুমন

এখানেই তিনি থেমে থাকেননি। এরপর কবীর সুমন আরও জানান যে, “একবার ভেবে দেখুন বন্ধু, একটা যুদ্ধ হচ্ছে অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে যারা এই পৃথিবীর কোনও ক্ষতি করেনি। কতগুলো গাছ বিনা দোষেই পুড়ে মরে যাচ্ছে। আজ অবধি গাছ ধ্বংস নিয়ে কোনও নেতার কোন মাথাব্যথা নেই। আর যাঁরা দেশপ্রেম দেখাচ্ছেন, তাঁরা পরিবেশের এই সুবিশাল ক্ষতি নিয়ে কোনরকম তোয়াক্কা করছে না। এই নিয়ে কারও কোনো হেলদোল নেই।” আজকের এই অপারেশন সিঁদুর নিয়েও তিনি ক্ষুব্ধ। তিনি বলেন, “ সিঁদুর দেখাচ্ছে? কীসের ‘অপারেশন সিঁদুর! আর বেশি বলতে চাই না। আমার মুখ দিয়ে এবার খারাপ খারাপ কথা বেরোবে! আমি ৭৭ বছরের বৃদ্ধ।”

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥