জুবিন গর্গের মৃত্যু নিয়ে রহস্য, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হিমন্ত বিশ্বশর্মার

Published:

zubeen garg death (2)
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ঘনাচ্ছে গায়ক জুবিন গর্গের মৃত্যু রহস্য (Zubeen Garg Death Mystery) । একবার ময়নাতদন্ত করেও হয়নি। এবার দ্বিতীয় ময়নাতদন্ত হবে গায়কের বলে জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন মৃত গায়কের বারবার ময়নাতদন্ত করা হচ্ছে? কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

মৃত জুবিন গর্গের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ

“হামিংয়ের রাজা” নামে পরিচিত বিখ্যাত অসমীয়া গায়ক জুবীন গর্গের শেষকৃত্য আজ ২৩শে সেপ্টেম্বর। শেষকৃত্যের আগে মঙ্গলবার সকালে তাঁর দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এইমস-গুয়াহাটির চিকিৎসকদের সহযোগিতায় ময়নাতদন্ত করেছেন। ময়নাতদন্তের পর, তাকে সরুসাজাই স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। জুবিন গর্গের দ্বিতীয় ময়নাতদন্ত গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পন্ন হয়েছে। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) দিব্যা পাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গায়কের মরদেহ অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে আনা হয়েছিল। সোমবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে গুয়াহাটিতে জুবিনের ময়নাতদন্ত করা হবে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ আসামেও জুবিন গর্গের মৃতদেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছে। যদিও সিঙ্গাপুরে ময়নাতদন্ত করা হয়েছিল।”

গায়কের শেষকৃত্য আজ

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। অসমীয়া গায়ক শেষকৃত্যে যোগ দিতে কামারকুচির শ্মশানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন । জুবিন গর্গের শেষকৃত্য গুয়াহাটির উপকণ্ঠে কামারকুচিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। বলে খবর। জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন করবেন তার ছোট বোন পামি বোরঠাকুর। তার সাথে থাকবেন অরুণ গর্গ, যিনি একজন ডিজিটাল প্রযোজক এবং জুবিনের ঘনিষ্ঠ সহযোগী, এবং রাহুল গৌতম শর্মা, যিনি একজন লেখক, গীতিকার এবং অভিনেতা, যিনি জুবিন গর্গের পরিবারের খুব কাছের। জুবিন এবং তার স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের নিজস্ব কোনও সন্তান নেই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join