দাদাগিরি ছাড়ছেন দাদা! এবার নতুন রূপে বস হিসেবে দেখা যেতে পারে সৌরভকে

Published on:

Sourav Ganguly

সৌভিক মুখার্জী, কলকাতা: দাদাগিরির মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন বাংলার মহারাজ? তবে কী আর দেখা যাবে না মহারাজকে সঞ্চালকের ভূমিকায়? সম্প্রতি এমনই খবর সামনে আসছে। দীর্ঘ ১৪ বছর ধরে বাংলা সবথেকে জনপ্রিয় কুইজ শো দাদাগিরির সঙ্গে জুড়ে ছিলেন প্রিন্স অফ কলকাতা। বাংলার ঘরে ঘরে এই শোয়ের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। আর সেই চেনা মঞ্চ ছাড়ছেন দাদা? সত্যিই কি দাদাগিরি শেষ? 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন মঞ্চে নতুন দাদাগিরি

সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি তার আগের চ্যানেলের সঙ্গে চুক্তি ছেড়ে দিচ্ছেন। তার মানে এই না যে তিনি সঞ্চালকের ভূমিকা ছাড়বেন। বরং, একই ধরনের নন-ফিকশন শো নিয়ে নতুন চ্যানেলে ফিরছেন দাদা। তবে এক নয়, দুই দুইটি শো নিয়ে ফিরছেন এবার বাংলার মহারাজ। একটি হবে দাদাগিরির মতোই শো, যেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। আর অন্যটি হবে ‘বাংলায় বিগ বস’, যেখানে সৌরভ গাঙ্গুলি (Sourav In Bigg Boss) থাকবেন সঞ্চালকের ভূমিকায়। 

বাংলায় বিগ বসের সঞ্চালক দাদা?

বলিউডের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের সঞ্চালনা করছেন সালমান খান। আর এবার বাংলাতে সেই একই ধাঁচের রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’ এর সঞ্চালক হতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী। জানা যাচ্ছে, পুজোর পর থেকেই শুরু হবে এই শো-এর শুটিং। নতুন মঞ্চে দাদাকে এবার নতুন রূপে দেখা যাবে। এতদিন দেখা যেত ক্রিকেট মাঠে দাদাগিরি। এবার তিনি রিয়ালিটি শো-এর মঞ্চে দাদাগিরি করবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ‘চাল চোর’ পাকিস্তান! হাতেনাতে ধরল ভারত, চরম বেইজ্জত প্রতিবেশী দেশ

উন্মাদনা তুঙ্গে

দাদার এই নতুন যাত্রা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বাংলার ঘরে ঘরে যে দাদার জনপ্রিয় দাদাগিরি আজও অটুট, তা বলার অপেক্ষা রাখে না। সে কুইজ শো হোক, বা রিয়ালিটি শো। সৌরভ সঞ্চালনার ভূমিকায় থাকলে বিনোদন, মজা আর চ্যালেঞ্জ জমে পুরো ক্ষীর। তাই শুধু অপেক্ষা পুজোর পর সৌরভের এই নতুন দুই শো-এর ঘোষণার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group